শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৭, ১১:২২ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিয়াজ হত্যা মামলায় অভিযুক্ত শিক্ষক ২ দিনের রিমান্ডে

মো. শহিদুল ইসলাম,চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক দিয়াজ ইরফান হত্যা মামলায় চবি’র শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিবলু কুমার দে এই আদেশ দেন। প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার জসীম উদ্দিন আদালতে পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন, জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) স্বপন কুমার মজুমদার।

উচ্চ আদালতের ৬ সপ্তাহ জামিনের শেষ ১৮ ডিসেম্বর সোমবার আদালতে আত্মসমর্পণ করে ফের জামিনের আবেদন করেন চবি’র শিক্ষক আনোয়ার। শুনানি শেষে মহানগর হাকিম মুন্সি মশিয়া রহমান জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রক্টরের জামিন বাতিলের পর পরই আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন মামলার আরেক আসামি চবি’র শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপু ও নগর যুবলীগ নেতা সাইফুল আলম লিমনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা।

ওই দিন চবি’র ছাত্রলীগের একাংশ হাটহাজারী ও চবি’র ক্যাম্পাসে অবরোধের ডাক দেয়। অবরোধের কারণে পর দিন ১৯ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাস পরীক্ষা বাতিল করা হয়। পরে চবি প্রশাসনের আশ্বাসে সন্ধ্যার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় নিজ কক্ষ থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ২৪ নভেম্বর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করেন। এর পর থেকে আসামিদের গ্রেফতার দাবিতে দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী অমরণ অনশনসহ বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে আসছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়