প্রিয়াংকা পান্ডে: অবশেষে খোঁজ মিললো প্রথম বিশ্বযুদ্ধে হারানো অষ্ট্রেলিয়ান সাবমেরিনের। ১৯১৪ সালের সেপ্টেম্বরে ৩৫ জন নাবিক নিয়ে নিখোঁজ হয় ‘এই১’ সাবমেরিনটি।
১০৩ বছর বছর পর ওশেনিয়া অঞ্চলের পাপুয়া নিউ গিনির (পিএনজি) উপকূলে খোঁজ শুরুর ১দিনের মধ্যেই উদ্ধার হয় ঐতিহাসিক সাবমেরিনটি।
প্রথম বিশ্বযুদ্ধের সময় রয়েল অস্ট্রেলিয়ান নেভি ও যৌথ বাহিনীর প্রথম হারানোর সাবমেরিন এটি। সাবমেরিনটি খোঁজার জন্যে অনেকগুলো সার্চটিম গঠন করা হয় যার মধ্যে ১৩ নম্বর টিমটি সাবমেরিনটির খোঁজ পায়। ওই টিমকে সকল মাধ্যম থেকে অভিনন্দন জানানো হয়েছে।
সমুদ্রের নিচে অনুসন্ধান চালাতে ১৩নম্বর সার্চ টিম সমুদ্রের তলদেশে অনুসন্ধানের জন্য একটি ড্রোন ব্যবহার করে। ড্রোনটি ৩০০ মিটার গভীর পানিতে যাওয়ার পর ডুবোজাহাজটির ধ্বংসাবশেষটির খোঁজ পায়।
সাবমেরিন সম্পর্কে অস্ট্রেলিয় সরকার একটি বিবৃতি প্রকাশ করে জানায়,‘ সাবমেরিনটি উদ্ধারের ফলে দেশের নৌযান সংক্রান্ত সবচেয়ে পুরোনো রহস্যের সমাধান হয়েছে।’
বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ম্যারাইস পেইন বলেন, ‘অস্ট্রেলিয়ার সামুদ্রিক নৌযানের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ন আবিষ্কার এটি।’
শতবর্ষ পুরাতন সাবমেরিনের সঙ্গে যারা নিখোঁজ হয়েছিলেন তাদের সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। নাবিকদের বংশধরদের সাথে যোগাযোগের চেষ্টা করছে অস্ট্রেলিয় সরকার। ধ্বংসাবশেষ পাওয়ার স্থানে স্মৃতিস্মারক স্থাপনের বিষয়েও কথা চলছে। গার্ডিয়ান, বিবিসি