শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৭, ০৪:৩০ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উৎপল একটি ঘটনা মাত্র

বাপ্পী আশরাফ : একজন সাধারণ নাগরিকের জায়গা থেকে নিরাপত্তার বিষয়ে আসলেই আমরা শঙ্কিত বোধ করছি। সাধারণ মানুষের সাথে পুলিশের সার্বিক আচার-আচরণ খুবই ভয়ঙ্কর অবস্থায় আছে। যেখানে বিপদে আপদে আমরা পুলিশের সহযোগিতা চাইব, পুলিশ নিরাপত্তা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষকে ভয়মুক্ত করে স্বাভাবিক জীবন-যাপনে প্রধান ভূমিকা পালন করবে। কিন্তু বাস্তবতা তার পুরোটাই উল্টো। দেখা যাচ্ছে- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষকে অপহরণ করছে। তাদের জিম্মি করে স্বজনদের কাছে বড় অংঙ্কের টাকা দাবি করছে। এটা কোনো একটা ঘটনা নয়। একের পর এক ঘটেই চলছে। মানুষ অপহরণ হচ্ছে, গুম হচ্ছে তাদের মধ্যে থেকে কেউ কেউ ফিরে আসছে। আবার কেউ ফিরে আসছে না।

কেনো তারা ফিরে আসছে না। এসকল প্রশ্নের জবাব অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে দিতে হবে। উৎপল দাস একটি ঘটনা মাত্র। এমন ঘটনা তো বার বার ঘটছে। যারা ফিরে আসছে তারা কেউ মুখ খুলছে না। উৎপল দাসও তাই করছে। কেনো এমনটা করছে? যদি কোনো অপরাধ চক্র এদেরকে ধরে নিয়ে অনেক দিন পরে ছেড়ে দেয় তাহলে তো সবার আগে তারা পুলিশের সহযোগিতা নিতে চাইবে। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে, তারা কেউ পুলিশের সহযোগিতা নিতে যায় না। পুলিশও কিছু উদঘাটন করছে না। আসলে ব্যপারটা কি? সাধারণ নাগরিকের জায়গা থেকে আমরা জানতে চাই। এখন কথা হচ্ছে- আইনশৃঙ্খলা বাহিনী কি দয়া করে আমাদের জানাবেন, নাকি নিজেদের দোষারোপের জায়গায় রেখে দিবেন? সবটাই আপনাদের উপর নির্ভর করছে।

পরিচিতি : বিশ্ববিদ্যালয় ছাত্র
মতামত গ্রহণ : লিয়ন মীর
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়