শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৭, ০৭:০৭ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্যারি কারস্টেনকে পরামর্শক হিসেবে চায় বিসিবি

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ও ভারতের বিশ্বকাপজয়ী দলের কোচ গ্যারি কারস্টেনকে বাংলাদেশ ক্রিকেটের পরামর্শক হিসেবে চায় বিসিবি।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিত করেছেন বিষয়টি।

কারস্টেন বাংলাদেশের সঙ্গে কাজ করবেন কি না, তা নিশ্চিত নয়। দুই পক্ষ এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে। ব্যাটে-বলে মিলে গেলে ফেব্রুয়ারির পর তাকে পাওয়া যেতে পারে।

ধানমন্ডির বেক্সিমকো কার্যালয়ে নাজমুল হাসান বলেছেন, ‘গ্যারি কারস্টেনের সাথে আমাদের যে কথা হয়েছে, তা প্রধান কোচ হিসেবে নয়। তার সঙ্গে কথা হয়েছে পরামর্শ হিসেবে। এবং শুধু জাতীয় দলে হয়ে নয়, সে সব বিষয়ে কাজ করবে। তবে ফেব্রুয়ারির আগে তাকে পাওয়া যাবে না।’

চন্ডিকা হাথুরুসিংহের জায়গায় এখনো কাউকে নিয়োগ দেয়নি বিসিবি। কোচ নিয়োগে ‘ধীরে চলো নীতি’তে এগোচ্ছে বিসিবি। সময় নিয়ে সাকিব, মাশরাফি, মুশফিককের দায়িত্ব ভালোমানের কোচের কাঁধে দেওয়ার ইচ্ছে বোর্ডের।

নাজমুল হাসান বলেছেন, ‘প্রধান কোচ এখনো চূড়ান্ত হয়নি। কয়েকজনের সঙ্গে কথাবার্তা এখনো চলছে। আজকেও আমরা মেইল পেয়েছি। আপাতত আমার মনে হচ্ছে যে, আগামী কিছুদিনের মধ্যে কয়েকজন আসবে; এটা নিশ্চিত। কিন্তু কাকে চূড়ান্ত করা হবে, সেটা এখনো অনিশ্চিত। ভেবেচিন্তে ভালো কোচ নিয়োগ দেওয়ার চেষ্টা করছি।’

আপাতত ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে বর্তমান কোচিং স্টাফরাই দায়িত্ব পালন করবেন। বর্তমান কোচিং স্টাফদের সঙ্গে অবশ্য সিরিজের আগেই যোগ দেবেন একজন ব্যাটিং পরামর্শক।

সূত্র : রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়