শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৭, ০৫:৫৮ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টুয়েন্টিতে ভারতের সবচেয়ে বড় জয়

[caption id="attachment_408158" align="alignleft" width="646"] Yuzvendra Chahal of India celebrates the wicket of Angelo Mathews of Sri Lanka during the first International T20 match (T20i) held at the the Barabati Stadium, Cuttack between India and Sri Lanka on the 20th December 2017
Photo by Deepak Malik / BCCI / Sportzpics[/caption]

ডেস্ক রিপোর্ট : ওভার প্রতি রান লাগে ৯ এর ওপর। সেখানে কোনো দলের টি-টুয়েন্টি ইনিংসে যদি সেই টার্গেটে ছুটে মাত্র চারটি চার ও একটি ছক্কা থাকে তাহলে সেই দলটির আর কিইবা ক্ষমতা! আসলে শ্রীলঙ্কার সামনে ভারতীয় ব্যাটসম্যানদের দেওয়া ১৮১ রানের লক্ষ্য যেভাবে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়লেন বোলাররা সেখানেই আসল ব্যবধান হয়ে গেল পরে। যেখানে স্পিনার যুজবেন্দ্র চাহাল ৪ উইকেট নেন। একের পর এক শিকার করে চলেন। অন্য বোলাররাও দারুণ। তাই কটকে তিন ম্যাচের প্রথমটিতে শ্রীলঙ্কার কপালে জুটলো ৯৩ রানের বিশাল হার। ভারতের জন্য টি-টুয়েন্টিতে যেটি সবচেয়ে বড় ব্যবধানের জয়।

১৬ ওভারে ৮৭ রানে অল আউট হলো লঙ্কানরা। বুধবার রাতের ম্যাচটি জিতে সিরিজে ১-০ তে লিড নিল স্বাগতিকরা। তার আগে লোকেশ রাহুল, এমএস ধোনি, মনিশ পান্ডেতে ৩ উইকেটে ১৮০ রানের জেতার মতো সংগ্রহই দাঁড় করিয়েছিল রোহিত শর্মার দল।

আট ওভার শেষেও শ্রীলঙ্কার এই অবস্থা হবে বোঝা যায়নি। তখন ২ উইকেটে ৪৬ রান তাদের। কিন্তু এরপরই নিঃশর্ত আত্মসমপর্ণের শুরু। ৪১ রানে শেষ বাকি ৮ উইকেট। দুই স্পিনার চাহাল ও কুলদিপ বড় সর্বনাশ করেছেন। জাসপ্রিত বুমরাহ উইকেট না পেলেও বল করেছেন দারুণ। উনাদকাট ছিলেন হিসেবী। বোলিং ওপেন করা হার্দিক পান্ডিয়া মার খেলেও উইকেট নিয়েছেন ৩টি। ৪ ওভারে ২৯ রান দিয়ে তিনিই সবচেয়ে খরুচে। ম্যান অব দ্য ম্যাচ চাহাল ৪ ওভারে ৪ উইকেট নিয়েছেন ২৩ রান দিয়ে। ৪ ওভারের কোটা পূরণ করা তৃতীয় বোলার কুলদিপ ১৮ রানে শিকার করেছেন ২ উইকেট। একটি উইকেট উনাদকাটের।

টি-টুয়েন্টিতে এর আগে ভারতের সবচেয়ে বড় জয় ছিল ৯০ রানের। ২০১২ টি-টুয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে। এবার শ্রীলঙ্কা দীনহীন হয়ে গেল ভারতীয় স্পিনারদের সামনে। ওপরের তিন ব্যাটসম্যান নিরোশান ডিকবেলা (১৩), উপুল থারাঙ্গা (২৩), কুশল পেরেরা (১৯) আর ৯ নম্বরে দুষ্মন্ত চামিরা (১২) দুই অঙ্কে পৌঁছতে পেরেছেন। বাকিদের স্কোর : ১, ৪, ১, ৩, ৭, ২, ০। পরিবর্তণ

  • সর্বশেষ
  • জনপ্রিয়