শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৭, ০৪:৫৪ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উবার একটি সাধারণ পরিবহন সংস্থা : আদালতের রায়ে বাড়তে পারে ভাড়া

কামরুল আহসান ও পরাগ মাঝি : উবারকে একটি পরিবহন কোম্পানি হিসেবে ঘোষণা করলো ইউরোপীয় আদালত। এটি কোন ডিজিটাল সেবা নয় বলে রোল জারি করেছে ওই আদালতের বিচার বিভাগ। ডিজিটাল সেবা হিসেবে আন্তর্জাতিকভাবে সুপরিচিত উবার বিশ্বের যে কোন দেশেই শুল্কমুক্ত সুবিধা ভোগ করতো। কিন্তু নতুন রায় অনুযায়ী, উবার কোন আন্তর্জাতিক ডিজিটাল সেবা না হওয়ায় অন্যান্য পরিবহন সংস্থার মতো বিশ্বের বিভিন্ন দেশে এর আয়ের উপর যোগ হতে পারে কর। আর এমনটি হলে সঙ্গত কারণেই বেড়ে যেতে পারে উবারে পরিবহণ খরচও।

বলা যায়, নতুন রায়টির ফলে আন্তর্জাতিকভাবে কোনঠাসা হয়ে যাওয়া ক্যাব ও সিএনজির মতো পরিবহণ সংস্থাগুলো নতুন করে উজ্জীবিত হয়ে উঠতে পারে। কারণ পরিবহণ করের আওতায় এলে উবারের ভাড়াও তখন ট্যাক্সির মতোই হবে। ফলে সারা বিশ্বে সাশ্রয়ী সেবা দিয়ে আলোড়ন সৃষ্টি করা উবার বড় ধরণের বিপর্যয়ের সম্মুখ্যিনও হতে পারে।

তথ্য সেবামূলক কাজে অংশগ্রহণের প্রচারণা চালিয়ে উবার জনমানসে সাধারণ পরিবহন ব্যবস্থার সঙ্গে একটা পার্থক্য নির্ধারণ করতে চেয়েছিল। কিন্তু, ইউরোপীয় কোর্টের রায়ের ফলে ডিজাটাল সেবা হিসেবে সংস্থাটি আলাদা কোন প্রচারণা চালাতে পারবে না।

ইউরোপীয় বিচার বিভাগ জানিয়েছে, উবার স্মার্টফোনের মাধ্যমে যোগাযোগ করে যাত্রী সেবা প্রদান করে, অপেশাদারী চালকও নিজেদের গাড়ি নিয়ে উবারের নেটওয়ার্কের আওতায় থাকতে পারে, ইউরোপের শহরাঞ্চলে এ পরিবহন ব্যবস্থাটি জনপ্রিয় হয়ে উঠছে।

শুধু ইউরোপ নয়, বাংলাদেশেও ট্যাক্সি ও সিএনজির মতো বেসরকারী সেবাগুলোকে অল্প সময়ে হুমকির মুখে ফেলে দিয়েছে।

উবারকে জনগণের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলেও মন্তব্য করেছে ইউরোপীয় বিচার বিভাগ। অনেক ছদ্মবেশী গোয়েন্দাও এখন উবারের চালক হিসেবে শহরের পথে পথে ঘুরে বেড়ায় আর জনগণের কাছ থেকে তথ্য চুরি করে। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়