শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৭, ০৪:০৭ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের ভুলে মুসলমানদের মধ্যে ঐক্য শক্তিশালী হয়েছে : রুহানি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, জেরুজালেমকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভুল করেছেন তার ফলে ফিলিস্তিন ইস্যুতে মুসলমানদের মধ্যে ঐক্য শক্তিশালী হয়েছে। মঙ্গলবার রাতে ইরানের বিপ্লবী সাংস্কৃতিক উচ্চ পরিষদের বৈঠকে এ মন্তব্য করেন রুহানি। পার্সটুডের খবর।

তিনি বলেন, গত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যজুড়ে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোর তাণ্ডবের কারণে জেরুজালেমের ওপর ইহুদিবাদীদের দখলদারিত্বের বিষয়টি চাপা পড়ে গিয়েছিল। মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদের শহর জেরুজালেম সম্পর্কে ট্রাম্পের বিতর্কিত ঘোষণার ফলে ফিলিস্তিন ইস্যু আবার মুসলিম বিশ্বের এক নম্বর সমস্যার স্থানে ফিরে এসেছে বলে তিনি মন্তব্য করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, মুসলিম বিশ্বের সামনে ফিলিস্তিনকে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব থেকে মুক্তি দেয়ার মতো আর কোনো সমস্যা নেই।  তিনি আরো বলেন, “ট্রাম্পের ঘোষণার পর আমরা ফিলিস্তিনিদেরকে নতুন করে ইন্তিফাদা আন্দোলন শুরু করতে দেখছি।”

সারাবিশ্বের বিরোধিতা উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। একইসঙ্গে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দেন তিনি।

ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সাল থেকে জেরুজালেম দখল করে রেখেছে। মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদ এই শহরে অবস্থিত এবং এটি ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়