শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৭, ০৩:০০ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নঈম নিজাম ও রাসেলের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলার প্রতিবাদ বিএফইউজে ও ডিইউজে’র

রফিক আহমেদ : ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিউইজে) সিনিয়র সদস্য, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং স্টাফ রিপোর্টার রুহুল আমিন রাসেলের বিরুদ্ধে ১০ কোটি টাকার হয়রানিমূলক মানহানি মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিএফইউজের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিইউজে’র দফতর সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল এ কথা জানান।

মনিরুজ্জামান উজ্জ্বল জানান, বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, পটুয়াখালীর সংরক্ষিত মহিলা আসনের এমপি লুৎফুন নেছা ও তার স্বামী সুলতান আহমেদ মৃধার বিভিন্ন অনিয়ম নিয়ে বংলাদেশ প্রতিদিনে প্রতিবেদন প্রকাশের পর থেকেই তারা রিপোর্টার ও সম্পাদককে হুমকিÑধামকি দিয়ে আসছেন। প্রতিবাদ প্রকাশের পরও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও রুহুল আমিন রাসেলের নামে ১০ কোটি টাকার হয়রানিমূলক মানহানি মামলাও করেছেন সুলতান আহমেদ মৃধা। এ ধরনের ঘটনা কখনো গ্রহণযোগ্য নয় সাংবাদিক সমাজের কাছে। কারো অনিয়ম ও অপকর্ম নিয়ে রিপোর্ট প্রকাশের সূত্র ধরে যারা হুমকি-ধামকি দেন তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করছেন।

নেতৃদ্বয় বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজাম ও রিপোর্টার রাসেলের জীবনের নিরাপত্তা বিধান ও অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের প্রতিহত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়