শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৭, ০২:৪৩ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাধারণ পরিষদে মার্কিন নীতি প্রত্যাখ্যানে ঐক্যবদ্ধ তুরস্ক, ইরান ও আজারবাইজান

জাকারিয়া হারুন : ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে তুরস্ক, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আজারবাইজান। বায়তুল মুকাদ্দাস ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে ঐক্যবদ্ধ অবস্থান নিতে একমত হয়েছে এ তিন দেশ।

বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই ঐকমত্য হয়। বৈঠকে যোগ দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী ইলমার মাম্মাদইয়ারোভ।

বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ জানান, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী হিসেবে যে স্বীকৃতি দিয়েছেন তা প্রত্যাখ্যান করার বিষয়ে ঐকমত্য হয়েছে এবং এ তিন দেশ জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে ঐক্যবদ্ধ অবস্থান নেবে। আগামীকাল (বৃহস্পতিবার) এ অধিবেশন বসার কথা রয়েছে।

ইরান, তুরস্ক ও আজারবাইজানের মন্ত্রীরা অর্থনৈতিক, পরিবহন, শূল্ক ও প্রযুক্তি সহযোগিতা নিয়েও আলোচনা করেছেন। এছাড়া, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তিন দেশের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুগুলো নিয়েও কথা বলেন। সূত্র : ডেইলি সাবাহ, পার্সটুডে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়