শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৭, ০২:৪৬ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে শীতজনিত রোগে ৩ শিশুর মৃত্যু

জুয়েল ইসলাম শান্ত, ঠাকুরগাঁও : প্রচণ্ড ঠান্ডায় ঠাকুরগাঁওয়ে শত শত শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জায়গা সংকটের কারণে এসব শিশুর চিকিৎসা ব্যাহত হচ্ছে।

গত তিনদিনে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে সাড়ে তিনশ শিশু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। মারা গেছে তিন শিশু। গত ২৪ ঘণ্টায় ১০৩ জন শিশু ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ।

মৃতরা হলো, সদর উপজেলার ডি হাট এলাকার পাপ্পুর ছেলে বাবু, শীবগঞ্চ এলাকার হাসম আলীর মেয়ে বেবী, পঞ্চগড়ের শাকোয়ার রহমানের নবজাতক ছেলে।

জানা যায়, প্রতিদিন ডায়রিয়া ও নিউমোনিয়ায় গ্রামগঞ্জে আক্রান্ত হচ্ছে অসংখ্য শিশু। জেলা সদর হাসপাতাল ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে শিশু ও বৃদ্ধরা।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল সূত্র জানায়, গত তিনদিনে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে সাড়ে তিনশ শিশু, মারা গেছে নবজাতক শিশুসহ তিনজন।

আর গত ২৪ ঘণ্টায় ১০৩ জন শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৪০ জন ডায়রিয়া এবং ৫০ জন নিউমোনিয়াসহ পেট ব্যথায় ২৩ জন আক্রান্ত। আউটডোরে চিকিৎসা দেওয়া হয়েছে আরও দেড় শতাধিক শিশুকে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজ বলেন, শীতজনিত রোগ থেকে শিশুদের রক্ষা করতে গরম কাপড় ব্যবহার, গরম খাবার খাওয়ানোর পাশাপাশি শিশুদের প্রতি বাড়তি যত্ন নিতে অভিভাবকদের পরামর্শ দিয়েছি। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় শিশু রোগীদের সংখ্যা বাড়ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়