শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৭, ০২:১৮ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহবুবুল হক ছিলেন নীতিনিষ্ঠ রাজনীতির প্রতীক : সাইফুল হক

রফিক আহমেদ : বামমোর্চার সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক বলেছেন, সদ্য প্রয়াত বাসদ আহ্বায়ক কমরেড আ ফ ম মাহবুবুল হক ছিলেন নীতিনিষ্ঠ রাজনীতির প্রতীক। তিনি অমৃত্যু নীতিনিষ্ঠ অবস্থানে থেকে রাজনীতি করেছেন।

বুধবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে কমরেড আ ফ ম মাহবুবুল হক স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়।

সাইফুল হক বলেন, কমরেড আ ফ ম মাহবুবুল হক শোষণ-বৈষম্য থেকে দেশবাসীকে মুক্ত করতে শোষনহীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আজীব লড়াই করেছেন। তিনি ছিলেন ঐক্যের প্রতিক, তার আজ তার স্বপনের বাংলাদেশ গড়তে বামপন্থীদের ঐক্যবন্ধ হওয়ার বিকল্প নেই।

বক্তারা বলেন, মাহবুবুল হক আজীবন সৎ পথে থেকে লড়াই করেছেন। তার মতো সাহস নিয়ে সবাইকে সত্যের সন্ধান করতে হবে। বৈষম্যমুক্ত সমাজ গঠনে আ ফ ম মাহবুবুল হকের আদর্শ সবসময় রাজনৈতিক কর্মীদের পথ দেখাবে বলেও জানান তারা।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) এর কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্ত্তী, সিপিবির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদ’র কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, বাসদ’র (মাহবুব) কেন্দ্রীয় নেতা শওকত হোসেন আহমেদ, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, কমিউনিস্টলীগের নেতা নজরুল ইসলাম প্রমূখ। সভা পরিচালনা করেন বাসদ (মাহবুব) এর কেন্দ্রীয় নেতা ও শোকসভা জাতীয় কমিটির সদস্য সচিব মহিনউদ্দিন চৌধুরী লিটন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়