শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:১৪ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে চোট পেয়ে জাতীয় দলে জুনায়েদের ভাগ্যের দরজা বন্ধ

আক্তারুজ্জামান: এবারের বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) খেলতে গিয়ে ডান পায়ে চোট পেয়েছিলেন পাকিস্তানের পেসার জুনায়েদ খান। আর সেই চোটের কারণেই মাঠের বাইরে যেতে হলো বাঁহাতি এ পেসারকে। আগামী চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। যার ফলে আসন্ন পাকিস্তান-নিউজিল্যান্ডের সীমিত ওভারের সিরিজে খেলতে পারবেন না খুলনা টাইটানসের হয়ে খেলা এ পেসার।

সদ্য শেষ হওয়া বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে খেলার সময় পায়ে বলের আঘাত লেগেছিল জুনায়েদের। ডাক্তারি রিপোর্টে জানা গেছে, জুনায়েদের পায়ের হাড়ে ফাটল ধরেছে। ডাক্তার সোহেল সালিমের অধীনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিক্যাল প্যানেল এই পেসারকে আগামী চার সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

আগামী ৬ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম ওয়ানডে দিয়ে সিরিজটি শুরু হবে। এরপর ২২ থেকে ২৮ জানুয়ারি মধ্যে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজগুলোর জন্য চলতি সপ্তাহের শেষের দিকেই দল ঘোষণা করার কথা রয়েছে। ২৬ ডিসেম্বর দেশ ছাড়বে পাকিস্তান দল।

পাকিস্তান দল থেকে শুধু জুনায়েদই নন, নিউজিল্যান্ড সিরিজের আগে চোটে পড়েছেন উসমান শেনওয়ারিও। বাঁহাতি এই পেসার গত মাসেই পিঠের চোটে পড়েছিলেন। তারও নিউজিল্যান্ড সফল শঙ্কার মধ্যে পড়ে গেছে।

তবে এই দুই বাঁহাতি পেসারের চোটের কারণে কপাল খুলতে পারে আরেক বাঁহতি পেসার মোহাম্মদ ইরফানের। আর তার সাথে থাকতে পারেন ডানহাতি ফাস্ট বোলার সোহেল খান। উল্লেখ্য, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিক্সিং নিয়ে অসহযোগিতার অপরাধে ছয় মাসের নিষেধাজ্ঞায় ছিলেন ইরফান। ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়