শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ১১:১২ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাশরাফি ভাইয়ের কথাতে আত্মবিশ্বাস বেড়েছে: পিনাক

আক্তারুজ্জামান: হারের বৃত্তে ঘুরতে থাকা একসময়ের বাংলাদেশ দল এখন সমীহ জাগানো দল। মাশরাফি বিন মুর্তজার জাদুর ছোঁয়ায় বাংলাদেশ এখন অনেকটা ধারাবাহিক। তার হাতের স্পর্শের দল যে আমূল বদলে যায় তার প্রমাণ বারবার দেখেছে ক্রিকেট বিশ্ব। সেই মাশরাফির পরামর্শ, সাহস কিংবা উৎসাহও এনে দিতে পারে দারুণ কিছু। আর এই কথাটা খুব ভালো করেই জানেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে ওপেনার পিনাক ঘোষ। যে কারণে যুব বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে মাশরাফির কাছ থেকে পরামর্শ নিতে ভোলেননি পিনাক।

মাঝের কিছুদিন সময়টা এতই খারাপ যাচ্ছিল যে যুব দলের হয়ে খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন পিনাক। কিন্তু যুব এশিয়া কাপে ফিরে পেয়েছেন নিজের চেনা ছন্দ। বিশ্বকাপ সামনে রেখে তাই দারুণ ছন্দের স্বপ্ন দেখতে শুরু করেছেন। আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ডে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেখানে পিনাক ঘোষ ভালো কিছু অবশ্যই করতে চান। নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে ভালো করার জন্য সিনিয়রদের কাছ থেকে পরামর্শও নিয়েছেন।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ বুধবার অনুশীলন শেষে সাংবাদিকদের কাছে এমনটাই বললেন পিনাক। পিনাকের ভাষায় ‘নিউজিল্যান্ডের কন্ডিশন নিয়ে আপাতত কোন চিন্তা করছি না। মাশরাফি ভাইয়ের সাথে এ বিষয়ে কথা হয়েছে। তিনি বলেছেন যে, কন্ডিশন খুব বেশি কঠিন হবে না। এছাড়া আইসিসির ইভেন্টে উইকেট সাধারণত কঠিন বানানো হয় না। আর তাই আমরাও কন্ডিশন নিয়ে চিন্তিত নই’।

পিনাক নিজে ব্যাটসম্যান হলেও শুধু ব্যাটসম্যানের কাছ থেকে নয়, পরামর্শ নিয়েছেন বোলারের কাছ থেকেও। কারণ মাশরাফির দেওয়া সাহসটাই আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে বলেই গিয়েছেন জাতীয় দলের এ বোলারের কাছে। জাতীয় দলের ব্যাটসম্যানদের সঙ্গেও কথা হয়েছে তার। এ বিষয়ে পিনাক বলেন, ‘সৌম্য ও মোসাদ্দেক ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। নিউজিল্যান্ডে খেলার কন্ডিশন নিয়ে তারা সবাই একই কথা বলেছেন।’

যুব বিশ্বকাপের গত আসরে সেমি-ফাইনালে খেলেছিল বাংলাদেশ। কিন্তু দলের হয়ে তার পারফর্ম্যান্স খুব একটা ভালো ছিল। আর তাই এবার প্রত্যাশা তার চেয়েও বেশি কিছু দেওয়ার আশা তার। আর তা করতে পারবেন বলেও আশা করছেন পিনাক। দলও মোমেন্টামের মধ্যেই আছে। এশিয়া কাপে পাওয়া আত্মবিশ্বাসটা কাজে লাগাতে চান। সেই সাথে এবারের বিশ্বকাপে ভালো কিছু করার প্রত্যয়ও ঝরে পড়ে যুব টাইগারের কণ্ঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়