শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ১০:১৮ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এফবিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আরিফুর রহমান তুহিন: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ঢাকার বেইলি রোডের অফিসার্স ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি প্রদান এবং এই ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্ট্রারে নিবন্ধিত হওয়ায় এফবিসিসিআইয়ের পক্ষ থেকে ইউনিস্কোকে ধন্যবাদ দেয়া হয়। এছাড়া এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও সাবেক ডিএনসিসি মেয়র আনিসুল হকের মৃত্যুতে শোক প্রস্তাব পাশ করা হয়।

সভায় এফবিসিসিআইয়ের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, নতুন বাণিজ্য সংগঠন আইন প্রণয়নে এফবিসিসিআই বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কাজ করে যাচ্ছে। অতি দ্রুত ব্যবসায়ীরা একটি নতুন বাণিজ্য সংগঠন আইন পাবে। এছাড়া প্রতিবেশি দেশগুলোর সাথে সামঞ্জস্য রেখে এফবিসিসিআইয়ের সদস্য হওয়া আইনে পরিবর্তন আনার উদ্যোগ নেয়া হয়েছে। নতুন উদ্যোক্তাদের জন্য ‘এন্টারপ্রেনর্স হেল্প ডেস্ক’ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে নতুন উদ্যোক্তারা প্রয়োজনীয় তথ্য ও প্রশিক্ষণ পাবে।

এ সময় তিনি ২০১৬-১৭ অর্থবছরের আয়-ব্যয় বিবরণী ও ব্যালেন্স সীটসহ অডিট রিপোর্ট পেশ করেন। গত অর্থবছরে এফবিসিসিআইয়ের মোট আয় হয়েছে ১০ কোটি ৩১ লক্ষ ৬৬ হাজার ৯৭৮.৫১ টাকা। ব্যয় হয়েছে ৯ কোটি ১২ লক্ষ ৫৭ হাজার ১৩০.৪৮ টাকা মাত্র। উদ্বৃত্ত আয়ের পরিমাণ ১ কোটি ১৯ লক্ষ ৯ হাজার ৮৪৮.০৩ টাকা।

জাতীয় বাজেটের ব্যাপারে তিনি বলেন, বাজেট বাস্তবায়নে অর্থায়ন ও বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যয় করতে না পারায় প্রতিবছরই বাজেট সংশোধন করতে হয়। এতে অর্থনৈতিক কার্যক্রমের উপর যাতে নেতিবাচক প্রভাব না পড়ে সে বিষয়ে লক্ষ্য রাখা প্রয়োজন। বছরের শুরু থেকেই সুষ্ঠু মনিটরিং না করতে পারলে বিশাল বাজেট বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিবে।

সভায় এফবিসিসিআইয়ের পরিচালক ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়