শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ১০:০৫ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুজরাট ও হিমাচলের নির্বাচনী ফলাফলে ত্রিপুরায় প্রভাব পড়বে না

অনল রায় চৌধুরী, আগরতলা: ভারতের গুজরাট ও হিমাচল প্রদেশে নির্বাচনী ফলাফলে ত্রিপুরায় কোন প্রভাব ফেলবে না বলে মনে করছে ত্রিপুরার ক্ষমতাসীন দল সিপিআইএম ও বিরোধী দল কংগ্রেস। এই দুই রাজ্যের নির্বাচনী ফলাফলে রাজ্যের ক্ষমতাসীন সিপিআইএম অপ্রত্যাশিত হয়নি বলেই মনে করছে।। তবে কংগ্রেস মনে করে এ ফলাফল থেকে শিক্ষা নিয়ে উজ্জীবিত হবার সম্ভাবনা রয়েছে।

সিপিআইএম এর পশ্চিম জেলা সম্পাদক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর বলেন, দুই রাজ্যের নির্বাচনী ফলাফলের প্রভাব ত্রিপুরায় পড়বে না। ত্রিপুরার নির্বাচন হবে রাজ্য সরকারের কাজের নিরিখে। এ রাজ্যের মানুষ বামফ্রন্ট সরকারের কোন বিকল্প খুঁজে পায় না। বিজেপির অগ্রগতি ত্রিপুরায় এসে থমকে দাঁড়াবে।

অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজীত সিনহা বলেন, ফলাফল হতাশা জনক নয়। এই ফলাফলে কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে আরো উজ্জীবিত হবে।

তিনি বলেন, গুজরাটে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেতে চললেও তাদের বড় ধরনের লোকসান হয়েছে। অন্যদিকে কংগ্রেসের অবস্থান পূর্বের তুলনায় আরো শক্তিশালী হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ রাজ্যে বিজেপির অনেকটাই পিছিয়ে পড়েছে। অন্যদিকে কংগ্রেস প্রায় ১২টি আসনে বিজেপির কাছ থেকে ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে।

বীরজীত সিনহা আরও বলেন, ত্রিপুরায় ক্ষমতাসীন সিপিআইএম এর বিকল্প কংগ্রেসই। বিজেপি অচিরেই ধরাশায়ী হয়ে পড়বে। কংগ্রেস আগামী দিনে এ রাজ্যে ভালো ফল করবে। গুজরাট ও হিমাচল প্রদেশে ঘোষিত নির্বাচন ফলাফল অনুযায়ী বিজেপির নেতারা যথেষ্ট উৎসাহিত। তাদের মতে ত্রিপুরাতেও বিজেপি আগামী দিনে সরকার গঠন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়