শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৭:৩৬ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৩ বছর পর চলচ্চিত্রে ফিরছেন রোজিনা

জাহাঙ্গীর বিপ্লব : দীর্ঘ ১৩ বছর পর অাবার চলচ্চিত্রে নামছেন চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা। এর আগে ২০০৫ সালে লন্ডন থেকে বাংলাদেশে এসে ‌মতিন রহমান পরিচালিত ‌‌‌‌‌রাক্ষুসী'র মাধ্যমে ২০ বছর পর চলচ্চিত্রে প্রত্যাবর্তন করেন রোজিনা। এই চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে বেশ সুনাম অর্জন করেছিলেন ছিলেন তিনি। তখন এক সংবাদ সম্মেলনে রোজিনা চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করার ব্যক্ত করলেও পরবর্তীতে বেশ কয়েকটি চলচ্চিত্রে পার্শ্বচরিত্রের প্রস্তাব পেলে নিজের সিদ্ধান্তে পরিবর্তন আনেন তিনি। রোজিনা নির্মাতাদের সাফ জানিয়ে দিয়েছিলেন, কেবলমাত্র নায়িকা অথবা মূল চরিত্র ছাড়া পার্শ্বচরিত্রে অভিনয় করবো না। এরপর দীর্ঘদিন নায়িকার প্রস্তাব না পেলে আবার লন্ডনে পাড়ি জমান তিনি। মাঝে মাঝে কয়েকদিনের জন্য ঢাকায় আসতেন তিনি।

কিন্তু নতুন খবর হলো, ১৩ বছর পর নিজের সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে রোজিনার।২০১৮ সালের শুরুতেই তিনি শুরু করবেন ‌বীরাঙ্গনা' নামের একটি চলচ্চিত্রের কাজ। এখানে নাম ভূমিকায় অভিনয় করবেন রোজিনা। শুধু তাই নয়, এই চলচ্চিত্রটির মাধ্যমে প্রথমবারের মতো পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। ‌'বীরাঙ্গনা' চলচ্চিত্রটির কাহিনীও লিখেছেন রোজিনা নিজেই। চলতি বছরের ফেব্রুয়ারিতে রোজিনা তার নিজ গ্রাম গোয়ালন্দের কুমড়াকান্দিতে রাজাকার আলবদর দ্বারা ক্ষতবিক্ষত একটি পরিবারের কাহিনীকে ঘিরে চলচ্চিত্রটি নির্মিত হবে। চলচ্চিত্রটির চিত্রনাট্য সরকারি অনুদানের জন্য মন্ত্রণালয়ে জমাও দিয়েছিলেন তিনি। শেষপর্যন্ত ইতিবাচক ফলাফল পাননি তিনি। তবে হাল ছাড়েন নি।

লন্ডন থেকে রোজিনা জানান, ‌৩০শে ডিসেম্বর ঢাকায় আসবো। এবার ঢাকায় ফিরে নিজের লেখা চলচ্চিত্রটি পরিচালনা করবো। লন্ডনে থাকলেও বাংলাদেশে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই সবসময় মন পড়ে থাকে। চলচ্চিত্রের টানেই বার বার লন্ডন থেকে ফিরে আসি। চলচ্চিত্রের সঙ্গেই থাকতে চাই আজীবন। অনেকদিন ধরেই ভাবছি চলচ্চিত্র নির্মাণ করবো। এটা আমার একটা স্বপ্ন বলতে পারেন। ভেবে চিন্তে কাজটা শুরু করতে চাই এবার।

সূত্র : মানব জমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়