শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৬:৫৭ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০১৭ সালে ঢালিউডের আলোচিত ৭ সিনেমা

রবিন আকরাম: বাংলাদেশর চলচ্চিত্র অর্থাৎ ঢালিউডে ২০১৭ সালে বেশ কিছু আলোচিত সিনেমা মুক্তি পেয়েছে। যা আন্তর্জাতিক পর্যায়ে গড়িয়েছে। অন্যদিকে চলচ্চিত্রে নতুনত্বে দর্শকদের চাহিদা বেড়েছে ছবির প্রতি। বলিউডের অভিনেতা, নতুন গল্প, নতুন ধারা সহ বেশ কিছু পরিবর্তন আনাতে দর্শকরা 'হলে' গিয়ে সিনেমা দেখতে আগ্রহি হয়েছে।

সেই সব আলোচিত সিনেমা নিয়ে আজকের আয়োজন। তাহলে জেনে নিন ঢালিউডের আলোচিত সিনেমাগুলো:-

ঢাকা অ্যাটাক
চলতি বছরের সবচেয়ে বেশি আলোচিত সিনেমা 'ঢাকা অ্যাটাক'। হাইভোল্টেজ পুলিশি অ্যাকশনের থ্রিলার সিনেমাটি নির্মাান করেছেন দীপঙ্কর দীপন। রচনা করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সানী সানোয়ার।

চলতি বছরের ৬ অক্টোবর মুক্তি পাওয়া ছবিটি বাংলাদেশ ছাড়াও বিশ্বব্যাপি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাইসহ আরও সাতটি দেশে ছবিটি মুক্তি পেয়েছে। ৫ কোটি বাজেটের সিনেমাটি আয় করে ৬.৫ কোটি টাকা (২য় সপ্তাহ)। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন এবং কাজী নওশাবা আহমেদ।

খাঁচা
চলতি বছরের ২২ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে নির্মাতা আকরাম খানের দ্বিতীয় চলচ্চিত্র 'খাঁচা'। ছবিটি ৯০তম অস্কার আসরে বিদেশি ভাষায় ছবি বিভাগে বাংলা ভাষায় হিসেবে নির্বাচিত হয়েছে। দেশ ভাগের গল্পে নির্মিত 'খাঁচা' চলচ্চিত্রে মূল ২ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও আজাদ আবুল কালাম। এছাড়াও অভিনয় করেছেন মামুনুর রশীদ, কায়েস চৌধুরী, শিশুশিল্পী পিদিম প্রমুখ। ১৭০ মিনিটের ছবিটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে।

ভুবন মাঝি
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত নাট্য-চলচ্চিত্র ছবি 'ভুবন বাঝি'। চলতি বছরের ৩ মার্চ মুক্তি পায় সিনেমাটি। এতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেন, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও বাংলাদেশের অর্পণা ঘোষ। এছাড়াও অভিনয় করেন- মামুনুর রশীদ, কাজী নওশাবা আহমেদ, সুমিত সেন, সুষমা সরকার, মাজনুন মিজান। ছবিটি রচনা ও পরিচালনা করেছেন ফখরুল আরেফিন খান। ১৯৭০ সাল থেকে ২০১৩ সালের কিছু সত্য ঘটনার ওপর ভিত্তি করে ছবিটি তৈরি করা হয়েছে।

নবাব
কলকাতা ও বাংলাদেশের যৌথ প্রযোজনার রোম্যান্টিক থ্রিলার চলচ্চিত্র 'নবাব'। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ এর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আব্দুল আজিজ ও হিমাংশু ধানুক। চলতি বছরের ২৬ জুন ছবিটি মুক্তি দেওয়া হয়। এতে অভিনয় করেন- শাকিব খান, শুভশ্রী গাঙ্গুলী, রজতাভ দত্ত, অমিত হাসান, অপরাজিতা আঢ্য। জয়দেব মুখার্জী পরিচালিত ৪.৫ কোটি টাকার বাজেটের সিনোমটি আয় করে ৯.১০ কোটি টাকা।

ভয়ংকর সুন্দর
চলতি বছরের ৪ আগন্ট মুক্তি পায় আশনা হাবিব ভাবনা-পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত 'ভয়ংকর সুন্দর' সিনেমাটি। 'জিরো ডিগ্রী' ছবির পর পরিচালক অনিমেষ আইচের এইটা দ্বিতীয় ছবি। এই ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে বাংলাদেশের অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবিটি ৭ অক্টোবর ২০১৭ সালে সিঙ্গাপুরের জাতীয় গ্রন্থাগারের সিনেমা হলে প্রদর্শণের জন্য মনোনিত হয়। ১৩০ মিনিটের এই ছবিতে অভিনয় করেছেন, আশনা হাবিব ভাবনা, পরমব্রত চট্টোপাধ্যায়, সৈয়দ হাসান ইমাম,খায়রুল আলম সবুজ,লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু।

ডুব
বাংলাদেশের জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। এ বছরের ২৭ অক্টােবর তার আলোচিত সিনেমা 'ডুব' মুক্তি পেয়েছে। এই ছবির গল্পটি তৈরি হয়েছে পরিবারের প্রধান সদস্যের মৃত্যুর পরে দুইটি পরিবারের অটুট বন্ধনের কাহিনী নিয়ে। যেখানে একজন মধ্যবয়স্ক লেখক এক তরুনীর প্রেমে পড়েন যিনি তার মেয়ের বন্ধু। চলচ্চিত্রটির প্রধান ভাষ্য হচ্ছে যে,মৃত্যু সবসময় সব কিছু নিয়ে যায় না,অনেক সময় কিছু দিয়েও যায়। ১২ কোটি বাজেটের সিনেমাটিতে অভিনয় করেছেন- লিউডের অভিনেতা ইরফান খার ও নুসরাত ইমরোজ তিশা।

হালদা
মুক্তির আগেই বেশ আলোচনায় ছিল তৌকীর আহমেদ পরিচালিতি 'হালদা' সিনেমাটি। এ বছরের শেষ মাসে অর্থাৎ ১ ডিসেম্বর মুক্তি দেওয়া হয় ছবিটি। এতে অভিনয় করেন- জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, রুনা খান। এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র হালদা নদী ও এর দুই পাড়ের জেলেদের জীবন নিয়ে চলচ্চিত্রের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়