শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পাননি ড. ইউনূস: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৫:৩৮ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্ত ও অভ্যন্তরীণ আস্থার ঠিকানা বিজিবি: প্রধানমন্ত্রী

আহমেদ ‍সুমন: বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেব এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধিশীল দেশ হিসেবে গড়ে তোলা হবে।

আজ (বুধবার/২০ ডিসেম্বর) সকালে বিজিপি সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বিজিবি সীমান্ত ও অভ্যন্তরীণ আস্থার ঠিকানা বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের জরুরি পরিস্থিতিতে বিজিবির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ভারতের সাথে ছিটমহল বিনিময়ে, রোহিঙ্গা সংকটে, রামুর বৌদ্ধ পল্লীতে আগুনের ঘটনাসহ বিভিন্ন সময়ে বিজিবি তাদের বলিষ্ঠ ভূমিকা রেখেছে। আমি বিজিবির সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আশা করি বিজিবি তাদের শৃঙ্খলা মেনে চলে অনুগত্যের সাথে কাজ করে যাবে।

শেখ হাসিনা আরও বলেন, বিজিবির জনবল বড়ানোর লক্ষ্যে ৪৪ হাজার সদস্য থেকে বাড়িয়ে  সাড়ে ৫২ হাজার করা হয়েছে। সরকার বিজিবিসহ অন্যান্য বাহিনীর উন্নয়নে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বীরত্বপূর্ণ অবদানের জন্য বিজিবির  ৫১ কর্মকর্তা ও সদস্যদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

সূত্র- যমুনা টিভি, একাত্তর টিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়