শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৪:২৪ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের জনসাধারণের রক্তক্ষরণ চলছে

খালেকুজ্জামান : একটা দেশের রাজনীতি যখন নীতি আদর্শহীনতার পথে নিমজ্জিত হয় আর ক্ষমতাসীন ও ক্ষমতা প্রত্যাশী দল যখন গদি দখলের উন্মুক্ত প্রতিযোগিতায় লিপ্ত হয় এবং যেহেতু তারা রাজনৈতিক সমাজের পরিচালনা শক্তি, ফলে এই ধরনের পরিস্থিতিতে দুর্বৃত্তদের হাতে ক্ষমতা চলে যায়। আর যখন এই রকম একটা পরিস্থিতি বিদ্যমান থাকে, তখন আমলাতন্ত্র, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার ব্যবস্থা এ সমস্ত কিছু তার কার্যকারিতা হারাতে থাকে। পরিস্থিতি অনিয়ন্ত্রিত অবস্থায় অগ্রসর হয়, তখন ছোট অরাজকতা, বৃহত্তর অরাজকতাকে ডেকে আনে। ছোট ছোট অপরাধের পথ বেয়ে বৃহত্তর অপরাধ সংঘটিত হয়। এবং ক্ষুদ্র, বিচ্ছিন্ন অপরাধ থেকে ব্যাপক পরিসরে ছড়ানো অপরাধে পরিণত হয়। আমরা এখন এই পরিস্থিতির মুখোমুখি এসে দাড়িয়েছি।

তাই একদিকে যখন তাৎক্ষণিক ভাবে অপরাধ দমনের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে, রাজনৈতিক নীতিহীনতা, আদর্শহীনতা, সংঘাতময়তা সেই অবস্থা পরিবর্তনের জন্য এখন দেশের সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থা ও চেতনা সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। বিকল্প শক্তি একটি সুশাসনের আবহ, সাংস্কৃতিক মূল্যবোধ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হতে পারে। অগ্রসর হতে হবে সেই লক্ষ্যে। এটার জন্য সারা দেশের জনসাধারণের রক্তক্ষরণ চলছে, যা থামবে না। ঐক্যবদ্ধ হওয়া জরুরি। যাতে করে রাজনৈতিক আবহাওয়ার পরিবর্তন ঘটানো যায়, এটাই সবার কাম্য।

পরিচিতি : বাসদের সাধারণ সম্পাদক
মতামত গ্রহণ : সানিম আহমেদ
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়