শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৪:১৯ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিছু বলাও যাচ্ছে না আবার না বলেও পারা যাচ্ছে না

রুহিন হাসান প্রিন্স : প্রয়াত মেয়র মহিউদ্দিনের কুলখানির মেজবানে পদদলিত হয়ে ১০ জন মানুষের নিহতের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এটা শুধু কিছু মানুষের মৃত্যু নয়। এটার মাধ্যমে সাধারণ মানুষের দুরবস্থার চিত্র তা ফুটে উঠেছে। এধরণের অনুষ্ঠানের আয়োজন করার আগে যে পরিমাণ সিকিউরিটি নেওয়ার দরকার ছিল, সেই ধরণের সিকিউরিটির ব্যবস্থা করা হয় নি। আবার যে পরিমাণ সংখ্যালঘু বা গরীব মানুষকে তারা গণভাবে আমন্ত্রণ জানিয়েছেন, সেই পরিমাণ জায়গার ব্যবস্থা করা হয়নি।

হয় তো তারা বুঝতে পারেনি এতো বেশি লোকের আগমন হবে। এর জন্য সংখ্যালঘু মানুষের মৃত্যুতে মানুষের মধ্যে একটি নেতিবাচক মনোভাব সৃষ্টি হচ্ছে। তাই যে কোনো বড় ধরণের কর্মসূচি দেওয়ার আগে এই দিকগুলো মাথায় রাখতে হবে। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে। এই ঘটনার পরে আমরা কি বলব ভাষা হারিয়ে ফেলেছি। কিছু বলাও যাচ্ছে না আবার না বলেও পারা যাচ্ছে না। তাই আমি আশা করব, যারা মারা গেছেন, তাদের পরিবারকে যথাযথভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

পরিচিতি : সম্পাদক, সিপিবি
মতামত গ্রহণ : গাজী খায়রুল আলম
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়