শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৩:১০ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহের নান্দাইলে ব্রিজ ভেঙে ট্রাক খাদে, আহত ৫

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলার মধুপুর বাজারের পশ্চিমে রাস্তার ওপরের বেইলি ব্রিজ ভেঙে কয়লাবোঝাই একটি ট্রাক খাদে পড়ে গেছে। এতে যানটির চালকসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। এ ঘটনার পর থেকে নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও ত্রিশালের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় শাহগঞ্জ থেকে মধুপুর বাজারগামী কয়লাবোঝাই ট্রাকটি বেইলি ব্রিজ অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শাহগঞ্জ থেকে মধুপুর বাজারগামী কয়লাবোঝাই ট্রাকটি বেইলি ব্রিজের উপরে উঠলে ব্রিজটি ভেঙে যায়। এটি ট্রাক খাদে পড়ে যায়। ট্রাকটি খাদে পড়লেও নিহতের কোনো ঘটনা ঘটেনি। তবে যানটির চালক ও তার সহকারীসহ মোট পাঁচজন আহত হয়েছেন। এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল কাদের জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান চালায়। ময়মনসিংহ থেকে ডুবুরি দল গিয়ে রাত আটটার দিকে অভিযানের সমাপ্তি ঘোষণা করে। এদিকে ব্রিজ ভেঙে পড়ায় খাদের দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ময়মনসিংহের নান্দাইল আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদিন খান তুহিন। সেখানে গিয়ে তিনি জানান, ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্রিজটি দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়