শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ১২:১৬ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫০ বছরেও সরকারিকরণ হয়নি স্কুলের প্রাথমিক শাখা!

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মনবাড়িয়া : অর্ধশত বছরেও ব্রাহ্মনবাড়িয়া জেলা শহরের  সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শাখাসহ শিক্ষকদের পদগুলো  সরকারিকরণ করা হয়নি। বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি নিয়ে আবেদন- নিবেদন করেও কোন কাজ হয়নি।

বেশ কয়েকজন অভিভাবক জানান, সরকার শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করলেও শুধুমাত্র প্রয়োজনীয় উদ্যোগের অভাবে বিদ্যালয়ের প্রাথমিক শাখাটি আজও অবহেলিত রয়ে গেছে।

নারী শিক্ষার অন্যতম সুঁতিকাগার জেলা শহরের এই বিদ্যালয়টি ১৯৬৪ সালে প্রাথমিক বিদ্যালয় থেকে দশম শ্রেণি পর্যন্ত উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয়। ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রধান শিক্ষকের নিবিড় তত্ত্বাবধানে এই ক্যাম্পাস পরিচালিত হয়ে আসছে।

তথ্যমতে, ৭০ দশকে স্কুলের ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত জাতীয়করণের বিষয়টি উল্লেখ করা হলেও প্রাথমিক শাখাটি অজ্ঞাত কারণে আজও একই  অবস্থায়  রয়ে গেছে। বর্তমানে বিদ্যালয়ের ৮টি শাখায় প্রায় ৬৫০ জন ছাত্রী অধ্যয়নরত এবং ৬ জন শিক্ষিকা ও ১ জন এম.এল.এস.এস কর্মরত আছেন। উক্ত বিদ্যালয়ের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ সরকারি নিয়ম অনুযায়ী পরিচালিত হয়ে থাকে।

বিদ্যালয়ের কার্যক্রম সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই শিফটে পরিচালিত হয়। ছাত্রীদের নিকট থেকে আদায়কৃত বেতন থেকে শিক্ষক ও কর্মচারী বেতন প্রদাণ করা হয়ে থাকে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। স্বল্প বেতনভোগী শিক্ষকগণ নিরলসভাবে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন বছরের পর বছর। শিক্ষকদের এত বছর যাবৎ পথ চলার একটা স্বপ্ন ছিল একদিন চাকুরীটি সরকারিকরণ হবে।

ব্রাহ্মনবাড়িয়া জেলা সদরে অবস্থিত একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শাখার সংশ্লিষ্ট শিক্ষকগণকে ৭০ দশকের শেষভাগে আত্মীকরণ করা হয়। এমতাবস্থায় সাবেরা সোবহান প্রাথমিক শাখাটি সরকারিকরণ করলে অত্র বিদ্যালয়ের ছাত্রীদের লেখাপড়ার মান আরও উন্নতি হবে এবং নারী শিক্ষা সম্প্রসারণে আরও অধিকতর সহায়ক ভূমিকা পালন করবে বলে সুধীজনরা মনে করেন।

স্কুলে অধ্যায়নরত ছাত্রীদের অবিভাবকরা জানান, যদি প্রাইমারী শাখাটি শতভাগ সরকারিকরণ হত তাহলে পড়াশুনার মান আরও ভাল হত। ভূক্তভোগী  শিক্ষকরা জানান, আমরা ছাত্রীদের পড়াশুনার মানোন্নয়নের জন্য সব সময় পরিশ্রম করে যাচ্ছি। অথচ, সরকারিকরণ না হওয়ায় সরকারী সুযোগ সুবিধা থেকে আমরা রয়ে গেছি বঞ্চিত।

এ বিষয়ে  সাবেরা সোবহান সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান চৌধুরী বলেন, আমাদের তরফ থেকে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এখনো কোন সিদ্ধান্ত আসেনি। প্রয়োজনে আবারো প্রস্তাব পাঠানো হবে।

জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা শুভ্রত কুমার বণিক বলেন, আমরা এ বিষয়টি নিয়ে লিখিত প্রস্তাব পাঠিয়ে ছিলাম সংশ্লিষ্ট দপ্তরে। প্রয়োজনে আবারো পাঠাব।

এ ব্যাপারে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, আমি বিষয়টি খোঁজ নিয়ে সমস্যা থেকে পরিত্রাণের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করবো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়