শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ১১:২৯ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক ও গৌরীপুর বিএনপির সভাপতি বকুল আর নেই  

ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক আজকের খবরের প্রকাশক, প্রেসক্লাব ময়মনসিংহের সহ-সভাপতি ও গৌরীপুর উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী মকবুল হোসেন বকুল আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর মাসকান্দা রোডস্থ বাসায় অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার পর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন।

প্রয়াত বকুলের বড় ভাই ও দৈনিক আজকের খবরের সম্পাদক মোশাররফ হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ বকুল লিভারের সমস্যায় ভুগছিলেন।

মকবুল হোসেন বকুল ১৯৮৯ সালে ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইন্সটিটিউট ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব ময়মনসিংহের সভাপতি আফছর উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শামসুল আলম খান, ইত্তেফাক ও চ্যানেল আইয়ের সাংবাদিক শেখ মহিউদ্দিন, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, নয়া দিগন্তের ব্যুরো প্রধান সাইফুল মাহমুদ প্রমুখ।

রাজনীতিকদের মধ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোর্শেদ আলম, সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি লুৎফুল্লাহেল মাজেদ বাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল হক, কেন্দ্রীয় যুবদলের সদস্য লিটন আকন্দ, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শামীম আজাদ, কেন্দ্রীয় ছাত্রদলের ময়মনসিংহ বিভাগীয় সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দৌলা সুজা গভীর শোক প্রকাশ করেছেন।

সূত্র : বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়