শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৯:৪২ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিবন্ধী তরুণীর শ্লীলতাহানি, সালিশে ৫০ হাজার টাকায় মীমাংসা!

ডেস্ক রিপোর্ট : যৌন হয়রানিফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব চরসাহাপুর গ্রামে শ্লীলতাহানির শিকার হয়েছেন ১৮ বছরের এক প্রতিবন্ধী তরুণী। রবিবার দুপুরে গ্রামের মুহুরী প্রকল্প সংলগ্ন এলাকায় ভ্যান চালক মো. সেলিমের যৌন সন্ত্রাসের শিকার হয় সে। এক পর্যায়ে স্থানীয়রা বখাটে ভ্যান চালককে হাতেনাতে আটক করে। পরে সালিশের নামে ৫০ হাজার টাকায় রফাদফা করে তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার দিন সকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব চর সাহাপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধি ওই তরুণীকে ঘরে রেখে তার মা মাঠে ধান মাড়াইয়ের কাজে যান। দীর্ঘক্ষণ তারা বাড়িতে না ফেরার সুযোগে খড় কেনার কথা বলে চর সোনাপুর গ্রামের ভ্যান চালক মো. সেলিম (৩৮) ওই বাড়িতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকায় সে ঘরে ঢুকে ওই তরুণীকে ধর্ষণের অপচেষ্টা চালায়। এ সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বখাটে সেলিমকে হাতেনাতে আটক করে।

এ ঘটনায় বাড়ির লোকজন স্থানীয় ইউপি সদস্য গেদু মিয়া ভূঁঞা ও সমাজের পঞ্চায়েত কমিটির সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক নুর আলমসহ কমিটির সদস্যদের ডেকে এনে সালিশ বসান। এ সময় বৈঠকে বখাটে সেলিম দোষ স্বীকার করলে সালিশদাররা তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে মুছলেকা নিয়ে ছেড়ে দেয়।

স্থানীয় ইউপি সদস্য ও পঞ্চায়েত কমিটির উপদেষ্ঠা গেদু মিয়া ভূঁঞা বলেন, তরুণীর শ্লীলতাহানির ঘটনায় সালিশে যাওয়ার আগেই স্থানীয়রা বখাটে সেলিমকে ছেড়ে দেয়।

সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ূন কবির বলেন, ঘটনায় জড়িত বখাটেকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়