শিরোনাম

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৮:৩৮ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নেইমার সবাইকে ভাইয়ের মতো দেখে’

স্পোর্টস ডেস্ক : মাস দুয়েক আগে এক সাক্ষাৎকারে কাইলিয়ান এমবাপে কথাটা বলেছিলেন নেইমার সম্পর্কে। প্যারিস সেন্ত জার্মেইয়ে ড্রেসিং রুম ভাগাভাগির পাশাপাশি মাঠে একসঙ্গে পারফর্ম করার অভিজ্ঞতা থেকে ফরাসি ফরোয়ার্ড বলেছিলেন, ‘নেইমার ভাইয়ের মতো আচরণ করে আমার সঙ্গে।’ ঠিক একই কথা শোনালেন এবার গাব্রিয়েল হেসুস।

জাতীয় দল ব্রাজিলে সতীর্থ হিসেবে মাঠে নামেন তিনি পিএসজি তারকার সঙ্গে। ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ডের নেইমারের প্রতি মুগ্ধতা অবশ্য ক্যারিয়ারের শুরু থেকেই। সেটা আরও বেশি হয় ব্রাজিলের হয়ে অলিম্পিক মিশনে নামার পর। নেইমারের হাত ধরে ২০১৬ সালে রিও গেমস থেকে প্রথমবার ফুটবল থেকে অলিম্পিক সোনা জেতে ব্রাজিল। সাবেক বার্সেলোনা তারকার সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করার অভিজ্ঞতা জানাতে গিয়ে হেসুস বলেছেন, ‘নেইমার সবাইকে ভাইয়ের মতো দেখে। একসঙ্গে দল হিসেবে খেলা ও চাপমুক্ত থেকে একে অন্যকে সাহায্য করে সফল হওয়ার পেছনে তার অবদান অনেক।’

নেইমারে মুগ্ধ তিনি জাতীয় দলে খেলার অনেক আগে থেকেই। ২৫ বছর বয়সী ফরোয়ার্ড সম্পর্কে ম্যানসিটি তারকার বক্তব্য, ‘টুর্নামেন্ট (রিও অলিম্পিক) শুরুর অনেক আগে থেকেই আর সবার মতো আমি তার ভক্ত ছিলাম। ও অসাধারণ এক ফুটবলার, যেটা সবাই জানে। তবে খুব ভালোভাবে তাকে জানতে পেরেছি ওই সময়টাতে। মুহূর্তটা বিশেষ ছিল, কারণ ও অন্যরকম একজন মানুষ।’ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়