শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৩:২০ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে বিশ্বের প্রথম নারী রাষ্ট্রদূত নিয়োগ দিল বেলজিয়াম

আন্তর্জাতিক ডেস্ক: বেলজিয়াম বিশ্বের প্রথম দেশ হিসেবে সৌদি আরবে নারী রাষ্ট্রদূত নিয়োগ করেছে। ডমিনিক মিনোর নামের ওই নারী রাষ্ট্রদূত আগামী বছরের শুরুতে সৌদি আরবে গিয়ে অফিস শুরু করবেন। তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আগামী গ্রিষ্মে তিনি সৌদি আরবে যাবেন।

সৌদি আরবের উত্তরাধিকারী যুবরাজ ও ভবিষ্যত রাজা মোহাম্মদ বিন সালমান তার দেশের আধুনিকীকরণের প্রতিজ্ঞা করেছেন। আর ওই আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে সৌদি আরবের নারীদেরকে গাড়ি, মোটর সাইকেল এবং ট্রাক চালানোর অনুমতি দেওয়া হয়েছে।

কিন্তু সৌদি আরব এখনো নারী-পুরুষের সমানাধিকারের বিষয়ে আধুনিক বিশ্বের চেয়ে অনেক বেশি পিছিয়ে আছে।

গত সোমবার সৌদি আরব সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতিশ্রুত সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবেই সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ওই ঘোষণায় চরম রক্ষণশীল রাজতান্ত্রিক রাষ্ট্র সৌদি আরব একটি ঝাঁকুনি খায়।

৩৫ বছর পর আগামী বছর থেকে দেশটিতে বাণিজ্যিক ভিত্তিতে ফের সিনেমা বানানো ও প্রদর্শণ করা যাবে।

ভিশন-২০৩০ শিরোনামের এক সংস্কার পরিকল্পনার আওতায় এসব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
২০১৫ সালে সৌদি নারীরা প্রথমবারের মতো নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পান। এবং পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার অনুমতি পান। এমনকি ১৯ জন নারী প্রার্থী পৌর নির্বাচনে জয়ীও হন।

এর আগে ২০১০ সালে জর্জিয়া সৌদি আরবে নারী রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার চিন্তা করেছিল। কিন্তু পরে তারা তাদের ওই পরিকল্পনা বাতিল করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়