শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৩:৩৯ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ৫ জানুয়ারি মুক্তি পাবে পদ্মাবতী

আশিস গুপ্ত, নয়াদিল্লি : গুজরাট নির্বাচনের উত্তাপ মিটতেই দ্রুত মিটে গেল পদ্মাবতী সমস্যা। নির্বাচনের ফলে বিজেপি বিলক্ষণ টের পেয়েছে, এতদিন ধরে ধর্মীয় রাজনীতির বাড়াবাড়ি মানুষ খুব ভালো ভাবে নিচ্ছে না। তাই তড়িঘড়ি নজর ঘোরাতে পদ্মাবতীকে ছাড়পত্র দিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল কেন্দ্রীয় ফিল্ম সার্টিফিকেশন বোর্ড।

আগামী ৫ জানুয়ারি মুক্তি পাবে পদ্মাবতী।এই ছবির মুক্তি নিয়ে কম জলঘোলা হয়নি। রাজপুত করনি সেনা বারংবার ঝামেলা পাকিয়েছে পদ্মাবতীর মুক্তি নিয়ে। বারবার দেওয়া হয়েছে হুমকি। দীপিকা পাড়ুকোন, সঞ্জয়লীলা বনশালির মাথা চেয়েও হুমকি দিয়েছে করনি সেনা। সেখানে অবশ্য বিজেপির কোনো নেতা মন্ত্রী ভুল দেখতে পাননি। বারবার এই হিংসার রাজনীতিকেই গুরুত্ব দিয়েছেন। কিন্তু নির্বাচন টনক নড়িয়ে দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বের। মনে করা হচ্ছে, সেই জন্যই এত তাড়াতাড়ি ফিল্ম সার্টিফিকেশন বোর্ড পদ্মাবতী মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল।

নতুন বছরের প্রথম সপ্তাহের প্রথম শুক্রবার, মানে ৫ জানুয়ারি এই ছবি দেশজুড়ে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে ফিল্ম সার্টিফিকেশন বোর্ড নিয়ে ফেলেছে বলে শোনা যাচ্ছে। যদিও, সেই ছবিতে রানী পদ্মাবতীকে বলা গল্পে কোনো বদল থাকছে কি না, গল্পে কোনো অদলবদল করেছেন কিনা পরিচালক বনশালি, বা অতিরিক্ত কোনো কাট দেওয়ার কথা বলা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়