শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৩:২৩ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি

কুমিল্লা প্রতিনিধি  : কুমিল্লার দেবিদ্বারের জাফরগঞ্জে সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. শাহ আলমের বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় তাঁর ছোট ভাই জহিরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সোমবার রাত পৌনে ৩টার দিকে ১০/১২ জনের ডাকাতদল বাড়ির গেইট টপকিয়ে ও পরে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ওই ডিআইজির ছোট ভাই জহিরুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। পরে বাসা থেকে স্বর্ণালংকারসহ কিছু মালামাল লুটে নেয় ডাকাত দল।

এদিকে আহত জহিরুল ইসলামকে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার সকালে তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা গাজী জাহাঙ্গীর আলম জানান, জহিরুল ইসলাম পরোপকারী মানুষ। তাঁর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

সূত্র : নিউজ ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়