শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ০২:৩৩ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে ৪০ লাখ মার্কিন ডলার দিচ্ছে চীন

মাছুম বিল্লাহ: বন্যা দুর্গতদের সহায়তা হিসেবে বাংলাদেশকে ৪০ লাখ মার্কিন ডলার দিচ্ছে চীন। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির সঙ্গে যৌথভাবে উত্তরাঞ্চলের নীলফামারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও বগুড়া জেলার ১৮ হাজার পরিবারকে এই সহায়তা দেয়া হবে। দক্ষিণ এশিয়ায় দুর্যোগ মোকাবিলা সহায়তা হিসেবে এই অর্থ দেওয়া হচ্ছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই প্রথম জাতিসংঘ প্রতিষ্ঠানটির সঙ্গে যৌথভাবে বাংলাদেশে সহায়তা দিচ্ছে। সাম্প্রতিক বন্যায় বাংলাদেশের উত্তরাঞ্চলে ক্ষতিগ্রস্ত অসংখ্য পরিবার ও ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফিরে যেতে সাহায্য করা হবে এর মাধ্যমে।

ইউএনডিপি জানায়, ২০১৭ সালের দক্ষিণ-এশিয়ান মৌসুমি বন্যায় প্লাবিত অঞ্চলের মধ্যে পড়েছে বাংলাদেশের উত্তরাঞ্চল। এখন বন্যার পানি সরে গেলেও ক্ষতিগ্রস্ত প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষের ঘর-বাড়ি মেরামতের জন্য সহায়তা দরকার। আগামী মৌসুমের ফসল না উঠা পর্যন্ত তাদেরকে ত্রাণসহায়তা নিয়ে বেঁচে থাকতে হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় ইউএনডিপি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণ সামগ্রী, জরুরি আশ্রয়কেন্দ্র এবং গৃহ মেরামতের জন্য সরঞ্জামসহ আসন্ন শীত কম্বল বিতরণ করবে।

ইউএনডিপির সাথে ইউএনএফপিএর অংশীদারিত্ব প্যাকেজের আওতায় ১২৫ জন স্বাস্থ্যকর্মীর মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪ হাজার মহিলা ও মেয়ের স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে।

ইউএনডিপি’র বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী বলেন, সম্প্রতি উন্নয়শীল দেশে মানবিক সহায়তার পরিমাণ বাড়িয়েছে চীন এবং জাতিসংঘের ২০৩০ টেকসই উন্নয়ন বিষয়ক এজেন্ডা এগিয়ে নিতে কাজ করছে। তাই বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য এই ৪০ লাখ ডলার সহায়তা দিচ্ছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

তিনি বলেন, ‘এ ধরনের প্রথম উদ্যোগের পর, ইউএনডিপি ও চীনা সরকার আগামীতেও বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার সম্পর্কিত সহযোগিতার অন্যান্য ক্ষেত্র অনুসন্ধান করবে বলে আশা করা হচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়