শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ০২:১৫ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্বচ্ছল রাজনৈতিক কর্মীদের নির্বাচনে প্রার্থী হতে বাধা সৃষ্টি করবেন না : সিইসিকে সিপিবি-বাসদ নেতারা

রফিক আহমেদ : প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে সিপিবি-বাসদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা বলেছেন, জামানতসহ অন্যান্য আর্থিক প্রতিবন্ধকতা সৃষ্টি করে যোগ্য কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল রাজনৈতিক কর্মীদের নির্বাচনে প্রার্থী হতে বাধা সৃষ্টি করবেন না। মঙ্গলবার সকালে সিপিবি-বাসদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা সাক্ষাৎ করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিবি’র কেন্দ্রীয় দপ্তর বিভাগের চন্দন সিদ্ধান্ত এ কথা জানা।
সিপিবি, বাসদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাক্ষাৎ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশন কর্তৃক বাস্তবায়নযোগ্য ১৮দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবি জানান। এই প্রতিনিধি দলে ছিলেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদুল হক মিলু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আকবর খান। এই সাক্ষাতের সময় নির্বাচন কমিশনারদের মধ্যে উপস্থিত ছিলেন মো. রফিকুল ইসলাম ও বিগ্রেডিয়ার জেনারেল (অব:) শাহদাত হোসেন চৌধুরী।

নির্বাচন কমিশনে নিবন্ধিত তিনটি দল সিপিবি, বাসদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি দলের পক্ষে সূচনা বক্তব্যে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আমাদের তিনটি দলের পক্ষ থেকে আলাদাভাবে ইতোমধ্যে দেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং সুস্থ গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত মতামত কমিশনের বিবেচনার জন্য প্রদান করা হয়েছে।

প্রতিনিধি দলের পক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে অর্থবহ করার জন্য ১৮ দফা প্রস্তাবনা উত্থাপন করেন। প্রস্তাবনাগুলোর মধ্যে ছিল জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জামানত ৫ (পাঁচ) হাজার টাকা নির্ধারণ করতে হবে,
বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান তার বক্তব্যে চলমান রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বড়দলগুলোর প্রার্থীদের নির্বাচনী বিধি ভঙ্গের বিষয়গুলো তুলে ধরেন।

প্রধান নির্বাচন কমিশনার ও উপস্থিত কমিশনারগণ তাদের বক্তব্যে অনেকগুলো সুপারিশের নায্যতা স্বীকার করে বলেন, নির্বাচন কমিশন তা ক্রমান্বয়ে বাস্তবায়নের দিকে অগ্রসর হবে

  • সর্বশেষ
  • জনপ্রিয়