শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ০১:৫৪ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুবিধাবঞ্চিত রোগীদের জন্য মাশরাফির উপহার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের শিরোপা উঠেছে রংপুর রাইডার্সের হাতে। প্রথমবারের মতো বিপিএলের কোনো দলের মালিকানা নেয়া বসুন্ধরা গ্রুপের এই দলকে শিরোপা পাইয়ে দেন মাশরাফি বিন মর্তুজা। শিরোপা জয়ী এই টাইগারের চাওয়া মতো রংপুর মালিকপক্ষ তার জন্মস্থান নড়াইলের জন্য একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে।

বিপিএল শুরুর আগেই রংপুরের অধিনায়ক মাশরাফি তার জন্মস্থান নড়াইলবাসীর জন্য রংপুর রাইডার্স মালিকপক্ষের কাছে একটি অ্যাম্বুলেন্স চেয়েছিলেন।

নড়াইলে অবস্থিত ডায়াবেটিক হাসপাতালে মাশরাফির চাওয়া মতো অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়েছে। অত্যাধুনিক সুবিধাসম্পন্ন অ্যাম্বলেন্সটির আনুমানিক মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা।

এই প্রসঙ্গে মাশরাফি জানান, ‘বিপিএলের পঞ্চম আসর শুরুর আগেই রংপুর রাইডার্সের মালিক সাফওয়ান ভাই ও সিইও ইশতিয়াক ভাইয়ের কাছে আমি নড়াইলবাসীর জন্য একটা অ্যাম্বুলেন্স চেয়েছিলাম।
নড়াইল ডায়াবেটিক হাসপাতালটি বেশ কিছুদিন যাবত কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। প্রয়োজনীয় তালিকার সবার উপরে ছিল একটি অ্যাম্বুলেন্স। ফাইনাল খেলা শেষ হবার ৫ দিনের মাথায় ‘রংপুর রাইডার্স’ আমার তথা নড়াইলবাসীর কথাটি রাখল। অনেক সুবিধাবঞ্চিত রোগী সরাসরি এখন এই অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবেন।’

এদিকে রংপুর রাইডার্স তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে জানায়, ‘নড়াইল জেলার সার্বিক উন্নয়নকে সামনে রেখে রংপুর রাইডার্স পরিবারের ছোট্ট উপহার তুলে দেয়া হয় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে। জয়ের লড়াইয়ের সাথেই থাকুন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়