শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ০১:৩৫ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জরায়ুমুখ ক্যান্সার নিরাময়ে কেমোর সঙ্গে শুক্রাণু ব্যবহার

কামরুল আহসান : বিশ্বজুড়ে নারীদের একটি মারাত্মাক রোগ জরায়ুমুখ ক্যান্সার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে, প্রতি বছর বাংলাদেশেই এ রোগে মারা যায় প্রায় ৬ হাজার ৫০০ নারী। জরায়মুখ ক্যান্সার নিরাময়ে এক উন্নত চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছেন জার্মানির একদল চিকিৎসাবিজ্ঞানী। ‘স্পার্মবট’ নামে এ চিকিৎসায় তারা কেমোর সঙ্গে শুক্রাণু কোষ মিশিয়ে দেবেন।
সাধারণত কেমো ব্যবহারে রোগীর পার্শ্বপ্রতিক্রিয়া বেশি হয়, অবসাদ ও বমি ভাবে আক্রান্ত হয়, তার কার্যকারিতাও কমে। কিন্তু, কেমোর সঙ্গে শুক্রাণু ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞানীরা দেখছেন তাতে সুফল পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়।
যেকোন ক্যান্সারেই প্রধানতম চিকিৎসা কেমোথেরাপি। কেমে র ঔষধ সাধারণ কোষের সঙ্গে মিশে ক্যান্সারাক্রান্ত কোষকে ধ্বংস করে। কেমো ব্যবহারের পার্শ্বপ্রতিক্রিয়াও খুব মারাত্মক। তাতে রোগী অবসাদে আক্রান্ত হয়। লিবিনিজ ইনস্টিটিউট গবেষণা করে দেখিয়েছে, জরায়ুমুখ ক্যান্সার চিকিৎসায় ডোক্সোরুবিসিন কেমো ড্রাগের সঙ্গে শুক্রাণু মিশিয়ে দিলে তিনদিনের মধ্যেই তা টিউমারে গিয়ে কাজ করতে সক্ষম হয় এবং ৮৭ শতাংশ ক্যান্সার সেলকে ধ্বংস করতে পারে। তাতে পার্শ্বপ্রতিক্রিয়াও অনেক কম হয়।
গবেষক দলের প্রধান হাইজেন জু নিউ সায়েন্টিস্ট সংবাদমাধ্যমকে বলেছেন, নতুন এই পদ্ধতিটির নাম তারা দিয়েছেন ‘স্পার্মবটস’, এই চিকিৎসা পদ্ধতি সাধারণ কেমোথেরাপির চেয়েও অনেক গুণ বেশি কার্যকরভাবে নারীদের প্রজনন নালীর চিকিৎসায় সুরক্ষা দিতে পারবে। নিউ ইয়র্ক পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়