শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ১২:৪৬ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ রাত থেকে বন্ধ হচ্ছে রসিক নির্বাচনী প্রচার

মোস্তাফিজার রহমান বাবলু,রংপুর: কেন্দ্রীয় নেতৃবৃন্দের পদচারণায় রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণা মঙ্গলবার রাত ৮টায় শেষ । বৃহস্পতিবার উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।এজন্য শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দিনভর নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় চষে বেড়িয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা।

বিএনপির রংপুর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, প্রভাব বিস্তার করতেই এরশাদ এখানে রয়েছেন। তিনি ভোটার হলেও নির্বাচনের আগের দিনই আসতে পারতেন। তিনি বাড়িতে বৈঠকও করছেন বলে শুনেছি। জাপার কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, তিনি (এরশাদ) ভোটার, তাই তিনিও তার বাড়িতে এসেছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহাম্মেদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশনের কার্যক্রমে কখনই হস্তক্ষেপ করে না। নির্বাচন কমিশন সম্পূর্ণ অবাধ ও স্বাধীন। রংপুরে নৌকার জয় হলে সারাদেশ জানবে রংপুরের মানুষ শান্তি ও উন্নয়নের পক্ষে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক অধ্যাপক বদিউল আলম মজুমদার বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ রংপুরের ভোটার বলে শুনেছি, আমি নিশ্চিত না। তিনি ভোটার হিসেবে যেতেই পারেন।

এদিকে,বহিরাগত নেতৃবৃন্দরা নির্বাচনী এলাকা ছাড়তে শুরু করেছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৪ স্তরের নিরাপত্তাসহ নগরজুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ভোট গ্রহণ সুষ্ঠু করতে অবৈধ অস্ত্র উদ্ধার ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের খুঁজছে পুলিশ। ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যেতে পারে সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

নগরীর রণচন্ডি এলাকায় সকালে প্রচারণা করতে দেখা গেছে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা কে। বিএনপির প্রার্থী কাওছার জামান বাবলা প্রচারণা করেন মীরগঞ্জ এলাকায়। এছাড়াও দুপুরে পায়রা চত্বর এলাকায় প্রচারণা করেন আওয়ামী লীগ প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু।
রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক জানায়, সিটির ভোটার নয়, এমন বহিরাগতদের সিটির বাইরে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। হোটেল মোটেলে যাতে কোনও প্রকার বহিরাগত রাতযাপন করতে না পারে সেজন্য চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।

ডিআইজি আরও বলেন, ভোটের আগে ও পরে এমনকি ভোটের দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। সেজন্য তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের খুঁজছে পুলিশ।

সুষ্ঠু ভোট গ্রহণের জন্য নগরীকে চারটি ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। এরই মধ্যে নম্বরবিহীন দুইশ মোটরসাইকেল আটক করেছে পুলিশ। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার।

বৃহস্পতিবার অনুষ্ঠেয় নির্বাচনে ১৯৩টি কেন্দ্রে ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন নারী ভোটার রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়