শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ১২:৩৮ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হার্টের পেসমেকার ও ভাল্বের দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: হৃদযন্ত্রের চিকিৎসায় (কার্ডিয়াক) ব্যবহৃত ভাল্ব ও পেসমেকারের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। ‘হার্ট ভাল্ব’ সর্বনিম্ন ৫৫ হাজার টাকা এবং সর্বোচ্চ আড়াই লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে পেসমেকারের দাম নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৬৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা।

সোমবার অধিদপ্তরে ওই মূল্য তালিকা তুলে ধরেন অধিদপ্তরের কর্মকর্তারা। এখন থেকে প্রতিটি হাসপাতালে নির্ধারিত এই মূল্য তালিকা টানিয়ে রাখতে হবে। কোনোভাবেই এই তালিকার চেয়ে বেশি মূল্য নিতে পারবে না হাসপাতাল কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক বাজারে দাম উঠা নামা করলে পুনরায় দাম নির্ধারণ করা হবে বলেও জানান ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান।

নতুন তালিকা অনুযায়ী, ভাল্বের দাম আগের চেয়ে সাড়ে চার হাজার থেকে ২৬ হাজার টাকা পর্যন্ত কমেছে। এ ছাড়া পেসমেকারের দাম আগের চেয়ে কমেছে পাঁচ হাজার থেকে চার লাখ সাত হাজার টাকার মতো।

অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। তারপর বলেছি তা প্রিন্ট করতে হবে। আমরা এটা সুপারভাইজ করব। আমরা মনিটর করব হাসপাতালে গিয়ে যে এটা (দাম নির্ধারণের তালিকা) লাগানো হয়েছে কি না, তা অনুসরণ করা হচ্ছে কি না?’

  • সর্বশেষ
  • জনপ্রিয়