শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০৯:৪৭ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়া-চীন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বি: নতুন নিরাপত্তা নীতির ঘোষণায় ট্রাম্প

আনন্দ মোস্তফা: রাশিয়া এবং চীনকে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বি হিসেবে উল্লেখ করে নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশলপত্র নিয়ে এক বক্তৃতায় ট্রাম্প এ কথা বলেন।
নিরাপত্তা কৌশলপত্রের রূপরেখায় রাশিয়া ও চীনকে লক্ষ্য করে ট্রাম্প বলেন, ‘তারা তাদের অর্থনীতিকে স্বচ্ছ ও মুক্ত করতে চান না। তারা সামরিক প্রভাব বাড়াতে চান। প্রভাব বাড়াতে তারা সমাজে মানুষের ওপর নিপীড়ন চালান এবং তথ্যের অবাধ প্রবাহে বাঁধার সৃষ্টি করেন।’

বিশ্বে যুক্তরাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তার ক্ষেত্রে এই দুই দেশই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেও তিনি মনে করেন । চীন-রাশিয়াকে তিনি ‘সংশোধনবাদি শক্তি’ হিসেবে উল্লেখ করে আমেরিকার জনগণকে এদের অর্থনৈতিক আগ্রাসন রুখে দেওয়ার আহ্বান জানান।

ট্রাম্প তার পূর্বসূরি বারাক ওবামাকে স্মরণ করে বলেন, ‘তাদের (ওবামা প্রশাসন) দূর্বল নীতির কারণে উত্তর কোরিয়া বর্তমান সময়ে একটি পারমানবিক হুমকিতে পরিনত হয়েছে। ইরানের সাথে তারা একটি বিপদজনক, দূর্বল ও অসঙ্গত চুক্তি সম্পন্ন করে যার ফলে ইরান আজ মধ্যপ্রাচ্যে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসলামিক স্টেটের মতো জঙ্গি গোষ্ঠিগুলোকেও নিয়ন্ত্রনে তারা ব্যর্থ।’

ট্রাম্প ওবামা প্রশাসনের সমালোচনার মাধ্যমে তার নতুন কৌশলপত্র এবং ‘আমেরিকা ফার্স্ট’ নীতির যথার্থতা তুলে ধরার চেষ্টা করেন বলে বিশ্লেষকরা মনে করছে।
ট্রাম্প অভিবাসন প্রক্রিয়া নিয়েও কথা বলেন। জঙ্গিসমস্যা ও সন্ত্রাস মোকাবিলায় মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর অভিবাসি নিয়ন্ত্রনে তার যথার্থতার কথা তিনি উল্লেখ করেন ।

তার সমগ্র ভাষণ জুড়েই ‘আমেরিকা র্ফাস্ট’ নীতির প্রাধান্য দেখা যায়। এছাড়াও তিনি মধ্যপ্রাচ্য, আফগানিস্তান, ন্যাটো, উত্তর কোরিয়া, ভারত ও পাকিস্তান বিষয়ে কথা বলেন। বিবিসি, এএফপি, আলজাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়