শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০৭:৪৬ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ ক্রিকেটে চ্যাম্পিয়ন ডিএমপি

স্পোর্টস ডেস্ক: পুলিশের ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার রাজধানীর উত্তরায় এপিবিএন সদর দফতরের মাঠে পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ- ২০১৭ (আইজিপি কাপ) এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে রাজশাহী রেঞ্জ ক্রিকেট দলকে ৮০ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ডিএমপি ক্রিকেট দল। ২০ ওভারের খেলায় টসে জিতে ডিএমপি দল প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে।

পরে রাজশাহী রেঞ্জ দল ব্যাট করতে নেমে ১০ উইকেটে সংগ্রহ করে ৮৯ রান। ডিএমপি’র ফরিদ আহমেদ ‘ম্যান অব দ্যা ফাইনাল’ নির্বাচিত হন। রাজশাহী রেঞ্জের বনি ইয়ামিন ‘ম্যান অব দ্য সিরিজ’ হন। টুর্নামেন্টে পুলিশের বিভিন্ন ইউনিটের ১৫টি ক্রিকেট দল অংশগ্রহণ করে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্রিকেট খেলা উপভোগ করেন। পরে তিনি চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

ঢাকা রেঞ্জের ডিআইজি ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট উপ কমিটির সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসবির অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজিপি বিনয় কৃষ্ণ বালা, রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মো. আবুল কাশেম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়