শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০৫:১০ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে উগ্রবাদ বাড়ছে

যতীন সরকার : বাংলাদেশে ভয়াবহ আকারে তরুণ প্রজন্ম উগ্রবাদী। একটা বড় সংখ্যক তরুণদের মধ্যে যে উগ্রতা দেখা দিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই উগ্রতাবাদীর বিষয়টা কেবল মাত্র বাংলাদেশের পরিপ্রেক্ষিতেই দেখলে চলবে না। ১৯৯০ এর গোড়াতে পৃথিবীর সমাজতান্ত্রিক ব্যবস্থায় যে ভয়াবহ বিপর্যয় ঘটে গেল, তার পরে সাধারণ ভাবে সমগ্র সমাজের সামনেই প্রকৃতির যে জীবন দর্শন সেটা রইল না। আগে তরুণরা সাধারণ ভাবে এই সমাজ পরিবর্তনের কথা লক্ষ্য রেখে চিন্তা চেতনা করত। কাজেই সামগ্রিক ভাবে উগ্রবাদ দেখা দেয়নি। বিচ্ছিন্ন ঘটনা সব ক্ষেত্রেই থাকে। সমাজতান্ত্রিক সমাজের বিপর্যয় ঘটে যাওয়ার পরে একটা সমর্থক দর্শক তরুণ সমাজের সাথে যায়নি। শুধু তাই নয় সারা পৃথিবীজুড়ে আজকে ধর্মপন্থী মৌলবাদ, জঙ্গিবাদ এমন ভাবে বিস্তার লাভ করছে সরকার থেকেও ধর্মতান্ত্রিক মৌলবাদের বিস্তার দেখা দিচ্ছে। এই পরিপ্রেক্ষিতে সাধারণভাবে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে।

বাংলাদেশের রাজনীতি হলো লুটপাট কেন্দ্রিক রাজনীতি। এই রাজনীতিতে যারা যে দলেই থাকুন কোনো আদর্শ নেই। যে আদর্শে তরুণরা আদর্শবান হয়ে গড়ে উঠবে। বরং এই রাজনীতিতে বিভিন্ন গ্রুপ তরুণদের ব্যবহার করে এবং আরেকটি গ্রুপ সৃষ্টি করে। বিশ্বের যে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশের তরুণদের মধ্যেও একটা বিপুলসংখ্যক অঙ্কের মধ্যে এই উগ্রবাদ ছড়িয়ে পড়েছে। প্রগতিশীল, চিন্তাবিদ, বুদ্ধিজীবীরা তাদের একটা দায়িত্ব আছে যে এমন একটা সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে যে আন্দোলনের মধ্যে দিয়ে তরুণ সমাজ যথার্থ অর্থেই সমর্থক, যুক্তিবাদী, মননশীল, চিন্তা চেতনার অধিকারী হতে পারে। এই কাজটি শুরু করার দায়িত্ব চিন্তাশীল, বুদ্ধিজীবীদের মধ্যে সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে। এইটি করলেই তরুণ সমাজের উগ্রবাদ দূর হয়ে যাবে বলে আমার ধারণা।

পরিচিতি : শিক্ষাবিদ
মতামত গ্রহণ : সানিম আহমেদ
সম্পাদনা : খন্দকার আলমগীর হোসাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়