শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৭, ১১:০৮ দুপুর
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৭, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি জমিতে গাছ কেটে আ. লীগের অফিস!

ডেস্ক রিপোর্ট : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জায়গা ও ওয়াসার খালের ওপর নির্মাণ করা হচ্ছে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়। এ কারণে কেটে ফেলা হয়েছে বেশ কয়েকটি পুরনো গাছ। পল্লবী ১২ নম্বর সেকশনের ‘ই’ ব্লকে ওয়াসা পাম্প সংলগ্ন খাল ও জায়গা দখল করে নিজেদের কার্যালয় বানাচ্ছে ৯১ নং ওয়ার্ড আওয়ামী লীগ।

সরকারি জায়গায় অবৈধভাবে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় নির্মাণে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, কয়েকটি ওয়ার্ডের পানি বেরিয়ে যাওয়ার জন্য এই খালই একমাত্র পথ। এটি ধীরে ধীরে দখলের কারণে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এই কার্যালয় নির্মাণ হয়ে গেলে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

পাশেই ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত শহীদ জিয়া মহিলা কলেজ। দলীয় কার্যালয় নির্মাণের  কাজ শুরুর পর থেকে নেতাকর্মীদের আনাগোনা বেড়েছে এখানে। এ কারণে কলেজছাত্রীদের স্বাভাবিক চলাফেরায় ভাটা পড়েছে বলে অভিযোগ অভিভাবকদের।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়-খালটি ২, ৩, ৫ ও ৪ নম্বর ওয়ার্ড হয়ে বয়ে গেছে বায়োনিয়া খালে। এটি স্থানীয়ভাবে ‘সাংবাদিক খাল’ নামে পরিচিত। খালের পাশ দিয়ে একটি রাস্তার জন্য জায়গা রাখা হয়েছিল। রাস্তাটি ‘ই’ ও ‘ধ’ ব্লকের মধ্যে সংযোগ স্থাপন করবে। কিন্তু ৯১ নং ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয় স্থাপনের কাজ শুরু হওয়ায় তা আলোর মুখ দেখার আগেই অন্ধকারে চলে গেলো বলে মন্তব্য এখানকার বাসিন্দাদের।

শহীদ জিয়া মহিলা কলেজ সংলগ্ন একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বললেন, ‘সাংবাদিক খালটি আগে অনেক বড় ছিল। দিনে দিনে এটি দখল হচ্ছে। সবশেষ যতটুকু খাল অবশিষ্ট ছিল তারও প্রায় অর্ধেক দখল করে নিয়েছে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়।’

রোববার সরেজমিন দেখা গেছে, খালের পাশে তৈরি হচ্ছে ৯১ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রধান কার্যালয়। দোতলা ভবনের প্রায় আশি ভাগ কাজ সম্পন্ন হয়েছে। কাজের সুবিধার্থে দখল করা হয়েছে খাল ও সিটি করপোরেশনের জায়গা। এছাড়া কেটে ফেলা হয়েছে অন্তত পাঁচটি বড় গাছ। এগুলোকে এই জায়গাটিকে ছায়ানিবিড় করে রেখেছিল বলে মনে করেন স্থানীয়রা।

পল্লবী ১২ নম্বর সেকশনের ‘ই’ ব্লকের একজন বাসিন্দা জানান, আওয়ামী লীগের নির্মাণাধীন কার্যালয়ের ঠিক উল্টো পাশে রয়েছে একটি ফার্মেসি। এখানে নিয়মিত বসে সময় কাটাতেন ৯১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা সজল। হঠাৎ এই জায়গাটি তার নজরে পড়ে। এরপর এখানকার একটি ভাসমান দোকান উচ্ছেদ করে তিন মাস আগে ক্ষমতাসীনদের দলীয় কার্যালয় নির্মাণের কাজ শুরু হয়। এ সময় কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে। ১৭ ডিসেম্বর একটি বড় গাছ কাটা হয়েছে বলে জানা গেলো।

ডিএনসিসি ২ নং ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন জানালেন, যে জায়গা দখল করে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় তৈরি হচ্ছে তা ডিএনসিসির। এ বিষয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন তারা।

কার্যালয়টির নির্মাণ কাজ শুরু হয়েছে তিন মাস আগে। এতদিনেও কেন কাজ বন্ধ করা সম্ভব হয়নি এমন প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি এই ওয়ার্ড কাউন্সিলর।

তবে স্থানীয়দের ভাষ্য, ‘ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন বিএনপির। আর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠ। এ কারণে মূলত ক্ষমতাসীন দলের সংগঠনের বিরুদ্ধে কিছু বলার সক্ষমতা কাউন্সিলরের নেই। তাই হয়তো দেখেও চুপ হয়ে আছেন তিনি।’

এদিকে সরকারি জায়গা ও খাল দখল করে দলীয় কার্যালয় নির্মাণকে অবৈধ বলে মনে করছেন না ৯১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা সজল! তিনি বলেন, ‘এই জায়গাটা অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। আমরা উদ্যোগ নিয়ে ১৭ বাই ৩৪ বর্গফুট স্থানে কার্যালয় স্থাপন করছি। সরকার চাইলে ভবনটি যে কোনও কাজে ব্যবহার করার জন্য আমরা ছেড়ে দেবো।’

দোতলা এই দলীয় কার্যালয়টি নির্মাণে কত খরচ হচ্ছে ও কে বা কারা সেই খরচ বহন করছেন জানতে চাইলে ৯১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্মাণে কত টাকা ব্যয় হচ্ছে তা বলা যাবে না। আর এই খরচ বহন করছি আমরা নেতাকর্মীরাই।’

তবে গাছ কাটার বিষয়টি অস্বীকার করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, ‘এখানে বড় কোনও গাছ কাটা হয়নি। যেটি কাটা হয়েছে তা জংলা গাছ।’

সাধারণ সম্পাদকের সঙ্গে সুর মিলিয়ে দলীয় কার্যালয় নির্মাণের যৌক্তিকতা তুলে ধরেছেন ৯১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তমিজ উদ্দিন চৌধুরী মন্টু। তিনি দাবি করেন, খাল সংলগ্ন স্থানটি অপরাধের আখড়ায় পরিণত হয়েছিল। এলাকায় অপরাধ কমানো ও কলেজে ছাত্রীদের চলাফেরা স্বাভাবিক রাখতে এই স্থানে দলীয় কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সরকারি জায়গায় দলীয় কার্যালয় নির্মাণের বিষয়টি স্বীকার করেছেন ৯১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার ভাষ্য, ‘জায়গাটা সিটি করপোরেশনের। আমরা এখানে দলীয় কার্যালয় নির্মাণ করছি। কারণ এই জায়গা অপরাধের আখড়া হয়ে গিয়েছিল। আমাদের কার্যালয় পুরোপুরি চালু হলে এখানে অপরাধ কমতে পারে।’

সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়