শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০৮:৫৯ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর ১১ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন

ডেস্ক রিপোর্ট : বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর যুক্তরাষ্ট্রের আটলান্টার হার্টসফিল্ড জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীরা প্রায় ১১ ঘণ্টা অন্ধকারে থাকার পর আলোর দেখা পেয়েছেন। স্থানীয় সময় রোববার হঠাৎ করেই বিদ্যুৎ বিপর্যয়ের কারণে গোটা বিমানবন্দর অন্ধকার হয়ে পড়ায় ভোগান্তিতে পরে বিমানবন্দরে অবস্থানরত হাজারো মানুষ। অন্ধকার টার্মিনালের কিংবা বিমানের ভেতরেই অপেক্ষা করতে বাধ্য হন তাঁরা। দীর্ঘ ১১ ঘণ্টা পরে রোববার গভীর রাতে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানায় সংবাদমাধ্যম সিএনএন।

ব্যস্ততম এই বিমানবন্দরটিতে প্রতিদিন গড়ে আড়াই হাজার ফ্লাইট ওঠা-নামা করে। নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য প্রতিদিন সেখানে সমাগত হয় পৌনে তিন লাখের বেশি যাত্রী।

রোববার এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ বিদ্যুৎ-বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করে জানায়, স্থানীয় সময় রোববার বেলা ১ টার দিকে বিমানবন্দরে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জর্জিয়া পাওয়ার জানায়, বিমানবদরে মাটির নিচে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা করা আছে। সেখানে আগুন লাগার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আগুনের কারণে বিমানবন্দরের অভ্যন্তরে বিদ্যুৎ সরবরাহকারী তার পুড়ে যায়। আর এতেই বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ-সংযোগ।

রোববার বিদ্যুৎ বিপর্যয়ের কারণে এ বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া ফ্লাইটগুলোকে অন্য বিমানবন্দরে চলে যাওয়ার নির্দেশ দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং অন্য বিমানগুলো যা তখনও হার্টসফিল্ডের উদ্দেশ্যে রওনা হয়নি সেগুলোকে ওখানেই থাকার নির্দেশ দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ছবিতে অন্ধকারের মধ্যে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে সেখানে থাকা প্রায় ৩০ হাজার যাত্রী ভোগান্তিতে পরেন। পরিস্থিতি সামাল দিলে বিমানবন্দরটিতে অতিরিক্ত পুলিশ পাঠানো হয় বলে জানায় স্থানীয় পুলিশ।

হঠাত এই বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ১০ হাজারের বেশি যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। এখনো বিমানবদরটিতে এক হাজারের মতো যাত্রী পুনর্নির্ধারিত ফ্লাইট ধরার অপেক্ষায় অবস্থান করছে। নির্ধারিত ফ্লাইট কখন ছাড়বে, এ বিষয়ে যাত্রীদের নির্দিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আটলান্টার মেয়র কাসিম রিড জানান, বিমানবন্দরটিতে বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি জর্জিয়া পাওয়ারের ভূগর্ভস্থ বৈদ্যুতিক ব্যবস্থায় আগুন লাগার কারণে এই বিপর্যয়ের সূত্রপাত হয়েছে। যাত্রীদের দুর্ভোগের এ ঘটনায় ক্ষমা চেয়ে মেয়র আরও জানান, আগুন লাগার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত দল গঠন করা হয়েছে। তারা ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।

ফ্লাইটের গতিবিধি নজরদারিকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার বিবিসিকে সিএনএন কে জানায়, রোববার বিদ্যুৎ বিপর্যয়ের কারণে বিমানবন্দরটি থেকে ১ হাজার ১৭৩টি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ হওয়ার কথা ছিল যা পরে বাতিল করা হয়।

সূত্র : প্রথম আলো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়