শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০৮:২৭ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংক ব্যবস্থাপনায় রদবদল, খোঁজখবর নিচ্ছে সরকার

ডেস্ক রিপোর্ট : বছরজুড়ে আলোচিত বিষয় ছিল বেসরকারি ব্যাংক ব্যবস্থাপনায় ব্যাপক রদবদলের ঘটনা। চারটি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আনা হয়। এ ধরনের রদবদলের ঘটনায় গ্রাহকদের মাঝেও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এসব পরিবর্তনের পর সাধারণ আমানতকারীদের একটি অংশ যেমন সেসব ব্যাংক থেকে টাকা তুলে অন্য ব্যাংকে জমা রেখেছেন, তেমনি কিছু ঋণগ্রহীতাও ব্যাংক বদল করেছেন। বিষয়টি নিয়ে সরকারের উপর মহলও নড়েচড়ে বসেছে। এসব বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছে অর্থ মন্ত্রণালয়ও।

দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা এক বেনামি অভিযোগপত্রে নোট দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাতে তিনি লেখেন, ‘এস আলম ব্যাংক দখল করার জন্য প্রচেষ্টা নিয়েছে। তাকে বাধা দিতে হবে। একদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিযোগিতামূলক কমিশন কার্যকর করতে হবে। অন্যদিকে এই ভয়াবহ উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অভিহিত করতে হবে। এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি দরকার।’

এদিকে বাংলাদেশ ব্যাংকও বেসরকারি ব্যাংক পরিচালকদের গ্রুপিংয়ের বিষয়ে খোঁজখবর নিচ্ছে। যেসব ব্যাংকে পরিচালকদের মধ্যকার দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে, সেগুলোর আর্থিক সূচক বিশ্লেষণ করে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে দুটি ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তারা। একই সঙ্গে ব্যাংকের পরিচালক অনুমোদন দেওয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা হয়েছে।

বেসরকারি খাতের ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়। অনিয়ম-দুর্নীতির কারণে বাংলাদেশ ব্যাংকের চাপে সম্প্রতি ফারমার্স ব্যাংক ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকে পরিবর্তন আনা হয়েছে।

এ বিষয়ে খোদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের জানিয়েছেন, ব্যাংক খাত তেমন ভালো চলছে না। আমাদের প্রধান দুর্বলতা হচ্ছে সরকারি ব্যাংক। কিছু কিছু লুটপাট বেসরকারি ব্যাংকেও দেখা যাচ্ছে। সরকারি ব্যাংকে খেলাপি ঋণের হার খুব বেশি। কারণও আছে। সরকারি ব্যাংকগুলো কিছু অর্থায়ন করে সরকারের অনুরোধে বা দিকনির্দেশনায়। এগুলোর আদায় পরিস্থিতি খারাপ।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। গত সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ৩০৮ কোটি টাকায়। এর মধ্যে সরকারি ৬ ব্যাংকের ৩৮ হাজার ৫১৭ কোটি টাকা খেলাপি। বাকি দুটিতে ৫ হাজার ৫১৮ কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে।

সূত্র জানায়, ১৩টি ব্যাংকের আর্থিক অবস্থা বেশ খারাপ। এর মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ও বিশেষায়িত ব্যাংক আটটি। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ কমার্স, ন্যাশনাল, ফারমার্স ও এনআরবি কমার্শিয়ালে পরিস্থিতি কয়েক বছর ধরে খারাপ। এ ছাড়া ইতোমধ্যেই বিলুপ্ত হওয়া ওরিয়েন্টাল ব্যাংকের দুর্নীতির বোঝা এখনো টেনে চলেছে আইসিবি ইসলামিক ব্যাংক। বাকি বেসরকারি ব্যাংকগুলোয় সুশাসনের অভাবে খেলাপি ঋণের পাশাপাশি ঋণ অনিয়ম বেড়েছে। সার্বিকভাবে ব্যাংক খাতের ওপর কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থা আগের চেয়ে দুর্বল হয়ে পড়েছে বলে মনে করছে অনেকে। সে কারণে জালজালিয়াতি বেড়েছে। এর প্রভাবে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে গেছে। এমনকি দুই বছর ধরে এই ১৩ ব্যাংকে পর্যবেক্ষক বসিয়েও পরিস্থিতির উন্নতি করা যাচ্ছে না।

চলতি বছরের জানুয়ারিতে ইসলামী ব্যাংকের পুরো পরিচালনা পর্ষদে পরিবর্তন এবং গত ৩০ অক্টোবর রাতে সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক পদে তড়িঘড়ি পরিবর্তন করা হয়। এক মাসের ব্যবধানে ২৭ নভেম্বর ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর পদত্যাগ করেন। এ ছাড়া ব্যাংকটির নিরীক্ষা কমিটির চেয়ারম্যান ও পরিচালক মাহবুবুল হক চিশতীকেও পদ ছাড়তে বাধ্য করা হয়েছে। পদত্যাগের এই চলমান মহড়ার মাঝেই বাংলাদেশ ব্যাংক ফারমার্স ব্যাংকের এমডি একেএম শামিমকে অপসারণের নোটিশ দিয়েছে। আর্থিক সংকটে পড়ে ব্যাংকটি এখন আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না।

এ ছাড়া ১০ ডিসেম্বর ঋণসংক্রান্ত অনিয়ম ও বিভিন্ন ধরনের জালিয়াতি ইস্যুতে পদত্যাগ করেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাছত আলী। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) বাধ্যতামূলক সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে। পরিচালনা পর্ষদের অন্য কমিটির প্রধানরাও পদত্যাগ করেছেন।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আবু আহমেদ বলেন, কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ। যদি পরিচালনা পর্ষদ অনিয়মে জড়িয়ে পড়ে, তা হলে বাংলাদেশ ব্যাংক অপসারণ করবে। তবে যে পদ্ধতিতে ব্যাংকের পর্ষদ ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হচ্ছে, সে ব্যাপারে দ্বিমত থাকতে পারে। এসব ক্ষেত্রে গ্রাহকদের স্বার্থের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংক ভেবে দেখতে পারে। তা না হলে ব্যাংকিং খাতের প্রতি আমানতকারীদের আস্থায় চিড় ধরতে পারে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্র জানিয়েছে, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) মোট শেয়ারের ৩০ শতাংশেরও বেশি কেনে ইউনাইটেড গ্রুপ। গ্রুপটির কোনো প্রতিনিধি এসআইবিএলের পরিচালনা পর্ষদে জায়গা না পেয়ে শেয়ার বিক্রি করে আরেক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কাছে। পরে চট্টগ্রামভিত্তিক এ শিল্প গ্রুপটি ব্যাংকটির প্রায় ৪০ শতাংশ শেয়ার কিনেছে।

গত ২৬ নভেম্বর এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এস আলমের সব বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। কোন ব্যাংকে কত টাকা ঋণ আছে, খেলাপি হয়েছে কিনা তা-ও দেখা হচ্ছে। তার ব্যাপারে আমরা কনসার্ন। এসআইবিএলে কয়েকজন পরিচালক অনাচার করছেন। একদিনের ব্যবধানে ৪০০ কোটি টাকার শেয়ার পরিবর্তন এটা অপ্রত্যাশিত। গভর্নর ফজলে কবিরকে বলেছি তাদের আচ্ছা করে শাস্তি দিতে।

এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান বলেন, বিষয়গুলো কেন্দ্রীয় ব্যাংক দেখভাল করে। আর অনিয়মের বিষয়ে সব সময় খোঁজখবর নেওয়া হয়। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্র জানিয়েছে, দুই মাসে এসআইবিএলের শেয়ারে বড় ধরনের লেনদেন হয়েছে। কয়েকটি গ্রুপ বাজারে এ শেয়ার লেনদেন করেছে। তারা বাজার নিয়ন্ত্রণ করেছে। একদিনে ব্লক মার্কেটে এসআইবিএলের প্রায় ১১৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা ওই দিন ডিএসইর মোট লেনদেনের ১১ দশমিক ৪৩ শতাংশ। ডিএসইতে ব্যাংকটি মোট ৩ কোটি ৮৮ লাখ ৬০ হাজার ১০৮টি শেয়ার সাতবার হাতবদল হয়েছে। এ সময় কোম্পানিটির সর্বনিম্ন ২৮ দশমিক ৮০ টাকা এবং সর্বোচ্চ ৩২ টাকায় শেয়ার লেনদেন হয়েছে। এভাবেই এসআইবিএলের শেয়ার অতিমূল্যায়িত হয়েছে।

জানা গেছে, মূল মার্কেট থেকে কেনা ২২ কোটি ১৫ লাখ শেয়ার ব্লক মার্কেটে এস আলম গ্রুপের কাছে বিক্রি করেছে ইউনাইটেড গ্রুপ। প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগ করে গ্রুপটি এ শেয়ার কেনে। প্রতিটি শেয়ার গড়ে ২২ টাকা দরে ইউনাইটেড গ্রুপের কয়েকটি কোম্পানির নামে কেনা হয়। এসব শেয়ারের মধ্যে কিছু ২৮ টাকা, বাকি শেয়ার ৩০ টাকা দরে এস আলম গ্রুপের কাছে ব্লক মার্কেটে বিক্রি করা হয়।

ইসলামী ব্যাংকের মোট শেয়ার ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮টি। এর মধ্যে উদ্যোক্তাদের হাতে রয়েছে ৪৪ দশমিক ৬৩ শতাংশ। এর মধ্যে বিদেশি কয়েকজন উদ্যোক্তা তাদের হাতে থাকা শেয়ারের বড় একটি অংশ বিক্রি করে দিয়েছেন। অন্যদিকে ফারমার্স ব্যাংক এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংক এখনো শেয়ারবাজারে আসেনি।

সূত্র : আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়