শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০৬:৩৩ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এটাও কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়’

ডেস্ক রিপোর্ট : দেশের জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। ক্যারিয়ারের শুরু থেকে ধারবাহিকভাবে শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে আসছেন তিনি। মূলত নতুন একটি ধারা তার হাত দিয়ে শুরু হয়। আর সেই ধারাতেই গান করে পরবর্র্তীতে অনেক সংগীত পরিচালক সফলতা পান। হাবিব যে ধারা শূন্য দশকের শুরুতে শুরু করেছিলেন, তা এখনও অব্যাহত রয়েছে বেশ জোরালোভাবেই। তবে হাবিবের তুলনা কেবল হাবিবই।

কারণ মানের সঙ্গে কখনও আপোষ করতে রাজী নন তিনি। তাই কম কাজ করলেও নিজের সংগীতের মানটাকে ধরে রাখতে সব সময় চেষ্টা করেন। চলচ্চিত্র এবং অডিও এ দুই মাধ্যমেই সফলতা পেয়েছেন তিনি। পাশাপাশি সাম্প্রতিক সময়ে মিউজিক ভিডিওতে তার পারফরমেন্স নজর কেড়েছে দর্শকদের। অনেকেই বলেছেন অনেক নায়ককেও হার মানায় হাবিবের অভিনয়-পারফরমেন্স। এদিকে চলতি বছরও হাবিব নতুন বেশ কিছু গান প্রকাশ করেছেন। সেই গানগুলোও শ্রোতাপ্রিয়তা পেয়েছে বেশ। এর মধ্যে রয়েছে ‘মিথ্যে নয়’, ‘ঘুম’, ‘গোলাপের দিন’ এবং সর্বশেষ ‘তোরই জানালায়’।

এ গানগুলোর মধ্য দিয়ে বছর জুড়েই আলোচনায় ছিলেন হাবিব। এখনও তিনি ব্যস্ত সময় পার করছেন গান নিয়ে। সব মিলিয়ে কেমন আছেন? হাবিব ওয়াহিদ বলেন, ভালো। কয়েকদিন আগেই শ্রীমঙ্গল গিয়েছিলাম। সেখানে বেশ কিছু জায়গায় ঘুরে বেড়িয়েছি। আসলে শীতকাল এলে ঘুরতে ভালো লাগে। তাছাড়া একঘেয়েমিও কাটে। নতুন করে কাজে মনোযোগ দিতে সুবিধা হয়। কদিন আগেই ‘তোরই জানালায়’ গানটি প্রকাশ পেয়েছে আপনার। সাড়া কেমন মিলছে? হাবিব বলেন, খুব ভালো। বাংলালিংক ভাইবের শীর্ষে রয়েছে গানটি। তাছাড়া ফেসবুক ও ফোনেও গানটির জন্য শুভেচ্ছা পাচ্ছি অনেক। এ গানটিতে আমার সহশিল্পী ন্যান্সি। এটি লিখেছেন সুহৃদ সুফিয়ান। আর সুর ও সংগীত আমার করা। গানটির কেবল লিরিক ভিডিও প্রকাশ হয়েছে। এর অফিসিয়াল ভিডিও করারও পরিকল্পনা রয়েছে। চলতি বছর বিভিন্ন গানে অন্যরকম হাবিববে পাওয়া গেছে। সেটা হচ্ছে অভিনেতা হাবিব।

গানের সঙ্গে আপনার পারফরমেন্সও প্রশংসিত হচ্ছে। এ বিষয়টি কিভাবে দেখছেন?

হাবিব বলেন, অসাধারণ। আসলে একটি গানের একটি গল্প থাকে। সেই গল্প অনুযায়ী ভিডিও না হলে গানের আবেদনই নষ্ট হয়ে যায়। আমি চলচ্চিত্রের গান করা কমিয়ে দিয়েছি। কারণ গান করার পর দেখি সেটার ভিজ্যুয়াল পছন্দ হচ্ছে না। অথবা আমি ভাবছি একটা কিন্তু হয়ে গেলো ঠিক তার বিপরীত। এ কারণে চলচ্চিত্রে বেছে কাজ করছি। আর সিঙ্গেল বেশি করছি। এখানে আমি যেহেতু গানটি তৈরি করি তাই আমার চিন্তা ভাবনার একটা প্রতিফলন থাকে। আর আমার গানে আমি মডেল কিন্তু একদম শুরু থেকে হয়ে আসছি। হয়তো এখন ভিন্ন ভিন্ন রূপে আমাকে দেখা যায়। এটাও কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়। কারণ একেকটি গানে একেক রকম রূপে আমাকে কাজ করতে হয়। চরিত্রটাকে ফুটিয়ে তুলতে হয়।

সত্যি বলতে আমি খুব উপভোগ করি বিষয়টা। তাহলে কি অভিনয়ের ইচ্ছে আছে?

হাবিব বলেন, আপাতত কোন ইচ্ছে নেই। গান নিয়েই থাকতে চাই।

নতুন গানের কি খবর? কি কি করছেন?

হাবিব ওয়াহিদ বলেন, দুটি নতুন গান তৈরি করে রেখেছি। সুন্দর একটি সময় প্রকাশ করবো। হতে পারে নতুন বছর উপলক্ষে। তবে এখনও ঠিক করিনি। এ দুটি গান লিখেছেন গুঞ্জন রহমান। আমার বিশ্বাস এগুলোও ভালো লাগবে সবার। এছাড়া জিঙ্গেলের কাজ করছি। চলচ্চিত্রের কাজও রয়েছে হাতে। সব মিলিয়ে ব্যস্ততার মধ্যেই চলে যাচ্ছে সময়। মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়