শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০৬:০০ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মুক্তিযুদ্ধের চেতনা’র সংজ্ঞা কী?

লীনা পারভীন : বাংলাদেশ নামক ভুখণ্ডের জন্মের সাল ১৯৭১। আসলেই কি জন্মটা ১৯৭১ সালেই হয়েছিল? বাস্তবে এই দেশটিকে পরাধীনতার কবল থেকে মুক্ত করার লড়াই শুরু হয়েছিল আরও অনেক আগেই। সালের অর্থে আমরা ১৯৫২ সালকেই ধরতে পারি ভিত্তি স্থাপনের সাল। তারপরের প্রতিটা বছরই কোনও না কোনোভাবে লড়াইয়ের বছর হিসেবেই পরিচিত, যার চূড়ান্ত ফল এসেছে ১৯৭১ সালে, নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। সেই যুদ্ধে কত মানুষ মারা গিয়েছিল, কারা লড়েছিল আর কারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, সেসব নিয়ে বিস্তর লেখা হয়েছে। কিন্তু মূল যে কথা, যেটাকে ধারণ করে আজ স্বাধীনতার ৪৬ বছর পরে এসেও আমরা তর্ক করি, তিরষ্কার করি বা ব্যাখ্যা করি, সেই মুক্তিযুদ্ধের চেতনাটা আসলে কী এবং কিভাবে নির্ধারণ করা যাবে, কার ভেতরে কতটা চেতনা বহমান?
সাদামাটাভাবে মুক্তিযুদ্ধপরবর্তী প্রজন্মের একজন হয়ে আমি যেভাবে বুঝেছি বা বুঝতে চাই, সেটা হচ্ছে আমার ‘বাংলাদেশ’ হলো আমার কাছে মুক্তিযুদ্ধের চেতনা। বাংলাদেশের সুখে সুখী হওয়া আর দুঃখে দুঃখী হওয়াই মুক্তিযুদ্ধের চেতনা। পাকিস্তানের শোষণ থেকে মুক্ত হওয়ার লড়াইকে স্বীকার করাই মুক্তিযুদ্ধের চেতনা। পাকিস্তানি শাসকদের ১৯৭১ সালের ভূমিকার জন্য ঘৃণা করার নামই মুক্তিযুদ্ধের চেতনা। এই সবুজের বুকে লাল সূর্যের পতাকার রঙ বুকে ধারণ করে পতাকাকে ভালোবেসে এর মান-সমুন্নত রাখার শপথের নামই মুক্তিযুদ্ধের চেতনা।

তাই যারা আজকে ‘মুক্তিযুদ্ধের চেতনা’ আবার কী জিনিস বলে ব্যঙ্গ করেন আমার দৃষ্টিতে তারাই হচ্ছে সেই একাত্তরের পাক হানাদার বাহিনীর স্বজনদের একজন। মুক্তিযুদ্ধের চেতনা বোঝার জন্য অতি শিক্ষিত হওয়ার দরকার নেই বা বইয়ের পাতায় মুখস্থ করারও কিছু নেই। এই চেতনা মিশে থাকে অস্থি-মজ্জায়, রক্তের মাঝে যে রক্ত জাতির সঙ্গে বেইমানি করা শেখায় না। অন্যায়ের কাছে মাথা নত হতে দেয় না। দুর্নীতিবাজদের ক্ষমা করতে শেখায় না। দেশের সাফল্যকে বাঁকা চোখে দেখে বক্র বাণী প্রসব করতে শেখায় না। রাজাকারকে রাজাকার বলতে লজ্জা পায় না।

১৯৫২ থেকে ৭১ সাল পর্যন্ত যারা ভাষা ও দেশকে মুক্ত করার জন্য জীবন দিয়েছিল, লড়াই করেছিল, তারা বেশিরভাগই ছিল সাধারণ খেটে খাওয়া মানুষ। তাদের মাঝে ছিল একটাই স্বপ্ন। জাতি একটি স্বাধীন-শোষণমুক্ত দেশে বসবাস করবে, যে দেশে কাজের অভাব হবে না। খাদ্যের অভাব হবে না। সন্তানের শিক্ষার জন্য ভাবতে হবে না। শত্রুতা করার কেউ থাকবে না। ভাইয়ে ভাইয়ে লড়াই হবে না। সেই লোকগুলোর স্বপ্নকে বুকে ধারণ করার নামই মুক্তিযুদ্ধের চেতনা।

২০১৭ সালে এসে আমরা কি সেই সব লড়াকুর স্বপ্নের উত্তরসূরিদের পাচ্ছি, যারা বিনা প্রশ্নে গ্রহণ করবে দেশকে, ভালোবাসবে দেশের মাটিকে, বুকে তুলে নেবে পূর্বসূরিদের দেওয়া স্বাধীন মাটির ইতিহাসকে। ৪৭তম বছরে পদার্পণ করেও আমরা লড়াই করে চলেছি নিজেদের মাঝে। একদল মানুষ এখনও বুকে ধারণ করে চলেছে পাকিস্তানের চাঁদ তারার পতাকাকে। স্বাধীন দেশের ভাত খেয়ে তারা লড়াই করে ভিনদেশের দাবি নিয়ে। তারা আমাদের প্রজন্মকে ভুলতে শিখায় আমাদের জন্মের ইতিহাসকে। ভূলুণ্ঠিত হয় লাখো শহীদের স্বপ্নের সোনার বাংলা।

শহীদের সন্তানেরা নিজেদের মুখ লুকিয়ে বাঁচে আর ঘাতকের সন্তানেরা রাজত্ব করে। ‘ভুলে যাও পুরনো ইতিহাস, পুরনোকে আঁকড়ে ধরে কেউ সামনে যেতে পারে না’—এসব বিভ্রান্তির ডায়ালগ দিয়ে তারা আজ সভা সেমিনার করে বেড়াচ্ছে। এটাই মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কার্যক্রম।

মসজিদের মাইকে ঘাতকদের আত্মার মাগফেরাত করে দোয়া চাওয়া হয় অথচ বঙ্গবন্ধুকে রাখা হয় আড়ালে। এটাই মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বেঈমানি। মুক্তিযোদ্ধাদের মেরে রক্তাক্ত করা হয় কিন্তু আমরা চুপ করে দেখি, এটাই চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা। ভুল ইতিহাস ছাপিয়ে তারা এই দেশের জন্মের ইতিহাসকে বিতর্কিত করছে অথচ আমরা সেটাকে মেনে নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বলি ‘দেশে হচ্ছেটা কী?’—এটাই দেশের প্রতি অন্যায় করা।

মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে চলে প্রতিযোগিতা অথচ যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, যারা এদেশকে মেধাশূন্য করে দিতে চেয়েছিল, নেই তাদের সঠিক তালিকা। বিচার হয়নি এখনও সেই ঘাতকদের সবার। ওরা এগিয়েছিলোখুব পরিকল্পিতভাবে অথচ আমরা এগুচ্ছি বড্ড এলোমেলোভাবে। আমাদের লক্ষ্য ও কর্মের মাঝে নেই কোনও সাংগঠনিক কর্মকাণ্ড। হিংসা, দ্বেষ, বিভক্তি আমাদের করেছে খণ্ডে খণ্ডে বিভক্ত যার সুযোগ অতীতেও নিয়েছে আজকেও নিচ্ছে শত্রুর দল।

১৬ ডিসেম্বর আর ২৬ মার্চ দু’টি দিনের দুই মাহাত্ম্য আছে, অথচ আজকে এসে আমরা সেটি নিয়েও তর্ক করি। কোনটা বাংলাদেশের জন্মদিবস হওয়া উচিত, এ নিয়ে চালাই কুতর্ক। কোনও সাধারণ মানুষ নয়, শিক্ষিত ও সচেতন মানুষ, যারা বাংলাদেশকে ভালোবাসেন, তারাও এই তর্কে লিপ্ত হয়েছেন। ২৬ মার্চকে তারা বিশেষ দিবস বলতে সহজবোধ করছেন না। তাদের কাছে অন্যান্য দেশে যেহেতু একটি দিনকেই স্বাধীনতা দিবস হিসেবে মানা হয়, তাই বাংলাদেশেরও একটি দিন থাকা উচিত। অথচ তারা ভুলে যান কেন ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস আর কেন ১৬ ডিসেম্বর বিজয় দিবস। এই তর্কের মাঝে এক সময় হয়তো এসব লোকে বলা শুরু করবে, ৭ মার্চের কী এমন গুরুত্ব? একটা ভাষণের জন্য কেন একটা দিবস ঘোষণা করা লাগবে বা পালন করা লাগবে?

এসব বিভ্রান্তিকে দূর করতে হলে সরকারের যেমন পরিকল্পিত ভূমিকা লাগবে ঠিক, তার চেয়েও বেশি লাগবে নাগরিক উদ্যোগ। আমাদের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে সম্পর্কিত প্রতিটা দিবসের তাৎপর্যকে লিপিবদ্ধ করা দরকার এবং এই ইতিহাসকে সমুন্নত রাখার জন্য প্রস্তুত করতে হবে প্রজন্মকে। ছড়িয়ে দিতে হবে গ্রাম গ্রামান্তরে যেমন করে ছড়িয়ে পড়েছিল স্বাধীনতার ডাক। সে আমলে তো কোনও আধুনিক প্রযুক্তি ছিল না, ছিল না নেটওয়ার্কিং সুবিধা। তারপরও কেমন করে গোটা বাঙালি জাতি একই চেতনায় জেগে উঠেছিল সেদিন? ঠিক তেমন করেই সাজাতে হবে গোটা ইতিহাসের পাঠকে। প্রযুক্তির সুবিধা নিয়ে ইতিহাসের প্রতিটা পাঠকে করে তুলতে হবে সহজলভ্য ও অবশ্যপাঠ্য। তবেই ‘মুক্তিযুদ্ধের চেতনা’ আবার কী জিনিস টাইপ প্রশ্নের সঠিক সমাধান দেওয়া যাবে। তুলে আনতে হবে একজন কৃষক মুক্তিযোদ্ধার ইতিহাস ও চেতনাকে। গোটা ৭১ সালজুড়ে হত্যা করা হয়েছিল এদেশের বুদ্ধিজীবীদের। তাই বুদ্ধিজীবী হত্যার ইতিহাস কেবল ২৫ মার্চেই সীমাবদ্ধ নয়। ২৫ মার্চের আগে পরের হত্যাকেও জানাতে হবে। সেসব ‘মেধা’র হত্যার ফল হচ্ছে আজকের মেধাশূন্যতা। ভালো শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিকের অভাব। একজন মেধাবী কৃষকও আমার কাছে বুদ্ধিজীবী। কারণ তিনি তার মেধাকে কাজে লাগিয়ে উন্নত চাষের নিশ্চয়তা দিতেন।

ভুলিয়ে দেওয়ার অপরাজনীতিকে ঠেকাতে হলে এগুতে হবে সম্মিলিতভাবে। সরকারের পাশাপাশি দরকার সচেতন ও দেশপ্রেমিক নাগরিকের সম্মিলন। তবেই রক্ষা করা হবে মুক্তিযুদ্ধের সঠিক চেতনা।

লেখক: সাবেক ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়