শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০৪:৫৮ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটিতে অনুপ্রবেশের চেষ্টা, গ্রেপ্তার ১

আবু সাইদ: যুক্তরাজ্যের সাফেক এলাকায় যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে গাড়ি নিয়ে সজোরে চেকপয়েন্ট ভেঙে অনুপ্রবেশের চেষ্টার সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ ঘটনায় ঘাঁটিটি কয়েক মিনিটের জন্য লকডাউন করে রাখা হয়। সোমবার এ ঘটনার সময় মার্কিন সেনা সদস্যরা তার দিকে গুলি ছোড়ে। ওই ব্যক্তি সামান্য আহত হয়েছেন। তার শরীর নানা জায়গায় কেটে-ছিঁড়ে গেছে। তাকে কাস্টডিতে নিয়েছে সাফেক পুলিশ।

ঘটনার খবর পেয়েই পুলিশ সাফেক মিল্ডেনহল বিমানঘাঁটি (আরএএফ) এলাকা ঘিরে ফেলে এবং সব ধরনের চলাচল বন্ধ করে দেয়। ঘটনাটিকে গুরুতর বলেই মনে করছে পুলিশ।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘গোলযোগের খবর পেয়ে’ জিএমটি ১৩:০০টার দিকে বিপুল সংখ্যক পুলিশ বিমানঘাঁটিটি ঘিরে ফেলে এবং চলাচল বন্ধ করে দেয়।

তবে কিছু সময় পর এলাকাটি আবারও খুলে দেওয়া হয়েছে। “এই মাত্র তারা আমাদের স্বাভাবিকভাবে চলা ফেরার অনুমতি দিয়েছে,” বলেন মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র।

ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

মিল্ডেনহল বিমানঘাঁটি পাহারায় নিয়োজিত রয়েছে প্রতিরক্ষামন্ত্রণালয়ের পুলিশসহ মার্কিন সশস্ত্র রক্ষীরা।

যুক্তরাজ্যে এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের একটি পরিবহণ কেন্দ্র হিসাবেও ব্যবহার হয়। এখানে আছে প্রায় ৩ হাজার ২শ’ সামরিক কর্মকর্তা। তাছাড়া, ৪শ থেকে ৫শ’ ব্রিটিশ বেসমরিক কর্মচারীও রয়েছে এ ঘাঁটিতে।

ঘাঁটিটি এর আগেও সন্ত্রাসী হামলার টার্গেট হয়েছে। ঘাঁটির মার্কিন সামরিক কর্মকর্তারাই ছিলেন হামলার লক্ষ্য। সূত্র: রয়টার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়