শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০৩:২৫ রাত
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম, লাল গালিচা অভ্যর্থনা

মাছুম বিল্লাহ: প্রধামন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

সোমবার রাত ৮টা ৪০ মিনিটে তার্কিশ এয়ার লাইনসের একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এসময় পররাষ্টমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তুর্কি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে তুরস্কের প্রধানমন্ত্রীকে প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

তুর্কি প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের দুদর্শা দেখতে কক্সবাজারের কুতুপালং শরনার্থী শিবিরে যাবেন এবং তাদের খোঁজখবর নিবেন। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য তুরস্কের ত্রাণ কার্যক্রমও প্রত্যক্ষ করবেন।

পররাষ্ট্র মন্ত্রনালয়ের একটি সূত্র জানায়, তুর্কি প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশের সাথে তুরস্কের ভ্রাতৃত্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সর্ম্পক বৃদ্ধি পাবে। সফরে রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু গুরুত্ব পাবে।

সূত্রটির জানায়, তুরস্কের প্রধানমন্ত্রীর দুই দিনের সফরের প্রথম দিন মঙ্গলবার সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন।
এরপর বেলা ৩ টায় প্রধানমন্ত্রীর কার্যলয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) সই করবেন। এর পর সন্ধ্যা ৭ টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন বিনালি ইলদিরিম।

সফরের শেষ দিন বুধবার চলমান রোহিঙ্গা সংকট দেখতে কুতুপালং ক্যাম্প পরিদর্শন করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়