শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০২:৪০ রাত
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিয়ভাষিণীর অবস্থার উন্নতি, আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

 

রিকু আমির : শারিরীক অবস্থার উন্নতি ঘটায় মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানেসথেশিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বণিক এ প্রতিবেদককে জানান, প্রিয়ভাষিণীর হৃদপি-, ডায়াবেটিসসহ অন্য শারিরীক সমস্যা অনেক কমেছে।

পায়ে আঘাতজনিত সমস্যা নিয়ে গত ২৩ নভেম্বর বিএসএমএমইউ’র লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের অধীনে ভর্তি হন ফেরদৌসী প্রিয়ভাষিণী। ওই সমস্যার পাশাপাশি তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ছাড়াও লিভার, কিডনি, ইউরিন ও থাইরয়েডসহ নানা জটিলতায় আক্রান্ত ছিলেন।

গত ৬ নভেম্বর বাসায় বাথরুমে পা পিছলে আঘাত পান। এতে তার বাম পায়ের গোড়ালির হাড় স্থানচ্যুত হয়ে পড়ে। এরপর ল্যাব এইডে চিকিৎসা নিতে গিয়ে আক্রান্ত হন হৃদরোগেও। হৃদপি-ে পেসমেকার পরানোর পর পায়ের চিকিৎসার জন্য বিদেশে নেবার কথা শোনা যাচ্ছিল।

কিন্তু দেশাত্মবোধ থেকে তিনি বিদেশে চিকিৎসা নিতে নারাজ ছিলেন। পরে সরকারি তত্ত্বাবধায়নে বিএসএমএমইউতে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।

গত ১০ ডিসেম্বর তার পায়ে অপারেশন করেন বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নকুল কুমার বিশ্বাস। অপারেশনের পর প্রিয়ভাষিণীর অবস্থা অবনতি হতে থাকলে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়