শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০২:১৪ রাত
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী নির্বাচনে সরকার সংবিধানের বাইরে যাবে না: নাসিম

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার ক্যলাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সরকার এক বিন্দুও সংবিধানের বাইরে যাবে না।

সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে গৌরবময় মুক্তিযুদ্ধে বিজয়ের ৪৬তম বার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি (জেপি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিএনপি নেতাদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা নির্বাচনে বিশ্বাসী, জনগণকে বিশ্বাস করি। জনগণের রায় আমরা মেনে নেবো। তবে মনে রাখুন সংবিধানের বাইরে কোন নির্বাচন হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। সংবিধানের বাইরে আমরা এক বিন্দুও নড়বো না।’

জেপি সভাপতি এবং বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু'র সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর ড. আব্দুর রাজ্জাক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, গণ আজাদী লীগের সভাপতি এস কে শিকদার, ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন। সেই স্বাধীনতার ফসল ঘরে তুলতে হবে। জামায়াত ও যুদ্ধাপরাধীর দল এখনো স্বাধীনতাকে মেনে নিতে পারছে না। জামায়াত-বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীতে অনেক রাজাকারের ছেলে-মেয়েদের ঢুকিয়ে দিয়েছে। তারা এখনও দেশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশকে কিভাবে পাকিস্তান বানানো যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই আমাদের সজাগ থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়