শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০২:৩৬ রাত
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের রাজনৈতিক মানচিত্রের রং এখন গেরুয়া

আশিস গুপ্ত ,নয়াদিল্লি: গুজরাট ছিল। আছে। হিমাচল কংগ্রেস মুক্ত করলো বিজেপি । ভারতের রাজনৈতিক মানচিত্রের রং এখন গেরুয়া। আসমুদ্র–হিমাচলে বাস্তবিকই উড়ছে গেরুয়া পতাকা। পাঞ্জাব, তামিলনাড়ু, কর্নাটক, পশ্চিমবঙ্গ, কেরল,ত্রিপুরা এবং ওড়িশার মতো রাজ্য ছাড়া সবই বিজেপি’‌র হাতে। আজকের জয়ের পরে বিজেপি যে আরও শক্তিশালী হল তার অপেক্ষা করে না। রাজ্যসভায় আরও শক্তিশালী হয়ে প্রবেশ করবে বিজেপি। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে গুজরাট ভোটকেই সেমিফাইনাল ধরা হয়েছিল। সেই পরীক্ষায় সমসম্মানে উত্তীর্ণ হল বিজেপি।

২০১৪ সালে বিজেপি যখন ক্ষমতায় আসে তখন মাত্র সাত রাজ্যে ছিল বিজেপি বা এনডিএ সরকার। আর আজ হিমাচল জয়ের পরে সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১৯।ক্ষমতায় এসেই ‘‌কংগ্রেস মুক্ত’‌ ভারতের ডাক দিয়েছিলেন মোদি। তিন বছরের মাথায় এ কথা বলাই যায়, সে কাজে ষোলআনা সফল তিনি। ২০১৪ সালে ১৩ রাজ্যে ছিল কংগ্রেস শাসন। এখন তা কমে দাঁড়িয়েছে চার রাজ্যে। এরপরে একের পর এক রাজ্যে পদ্ম ফুটেছে। কাটা হাত কোণঠাসা। এই সময়ের মধ্যে বিজেপি আরও একটা কাজ করতে সমর্থ হয়েছে।

আঞ্চলিক দলগুলোর ক্ষমতা খর্ব করা। উত্তরপ্রদেশে বহুজন সমাজ পার্টি, সমাজবাদী পার্টি কার্যত সাইন বোর্ড। জম্মু–কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্সরও একই অবস্থা। ওড়িশায় বিজেপি’‌র অবস্থান অনেক ভাল। অনেকে বলছেন, এখনই ভোট হলে জিতবে বিজেপি। স্থানীয় নির্বাচনে বিজেপি নজড়কাড়া ফল করেছে। তামিলনাড়ুতে এডিএমকে অভ্যন্তরীণ দ্বন্দ্বে দীর্ণ। এই অবস্থায় একা কুম্ভের মতো দাঁড়িয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি।কেরল ও ত্রিপুরায় আছে সিপিএমের সরকার। আগামী ফেব্রুয়ারিতে ত্রিপুরায় নির্বাচন। বিজেপি মাটি কামড়ে পরে আছে ত্রিপুরায় সিপিএমকে ক্ষমতাচ্যুত করতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়