শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০২:০০ রাত
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিথ্যা মামলার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিএনপির বিক্ষোভ অনুষ্ঠিত

কিরণ সেখ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারী পরোয়ানা জারি এবং দলের সিনিয়র নেতাসহ সারাদেশে লাখ লাখ নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদে ঢাকা মহানগরসহ সারাদেশে বিক্ষোভ করেছে বিএনপি। সোমবার রাজধানীসহ সারাদেশে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনগুলো পৃথক পৃথকভাবে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।

খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বাড্ডা, পল্লবী, খিলক্ষেত, শেরে বাংলা নগর, মোহাম্মদপুর, উত্তরখান, বিমানবন্দর, তেজগাঁও, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, শাহআলী, মিরপুর, রূপনগর, দারুস সালাম, ভাষানটেক, দক্ষিণখান, তুরাগ, রামপুরা থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাড্ডা থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বাড্ডা লিংক রোড থেকে শুরু হয়ে বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক, খিলক্ষেত থানার একটি বিক্ষোভ মিছিল নগর

বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়, বিমানবন্দর থানা নগর বিএনপির যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বিমানবন্দর বাজার থেকে শুরু করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

এদিকে একই দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে শাহবাগ, কদমতলী, যাত্রাবাড়ী, নিউমার্কেট, শ্যামপুর, খিলগাঁও, কলাবাগান, লালবাগ, কামরাঙ্গীর চর, গে›ডারিয়া, বংশাল, সুত্রাপুর, ওয়ারী, ডেমরা, কোতয়ালী, চকবাজার এবং পল্টন থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতক হয়।

শাহবাগ থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল রাজধানীর মুক্তাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় নগর পানির ট্যাংকির সামনে এসে শেষ হয়। নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হান্নানের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়,অপর একটি মিছিল ঢাকা মেডিক্যালের ২য় গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আনন্দ বাজারে গিয়ে শেষ হয়। নগর বিএনপির সহ-সধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদুরের নেতৃত্বে এই মিছিল হয় এবং নগর বিএনপির সহ-সভাপতি হাজী মীর হোসেন মিরুর নেতৃত্বে কদমতলী থানার একটি বিক্ষোভ মিছিল খন্দকার রোড থেকে শুরু হয়ে ধোলাইপাড় গীত সংগী মিনেমা হলের সামনে গিয়ে শেষ হয় ।

এছাড়া টাঈাইল ও ঝালকাঠিসহ সারাদেশে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পিসহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এসময় পুলিশ শহরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে আটক করে। লাঠিচার্জের কারণে বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচি পন্ড হয়ে যায়। গতকাল সকাল ১১টায় শহরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সড়কে এ ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়