শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০১:১০ রাত
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে ঢাকা আসছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম

তরিকুল ইসলাম: তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ রাতে ঢাকা আসছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। তার্কিস এয়ার লাইনসের একটি বিশেষ বিমানে করে মধ্যে রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারন করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তার এই সফর।

মঙ্গলবার সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া তিনি বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন।

বেলা ৩ টায় প্রধানমন্ত্রীর কার্যলয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) সই করবেন। এর পর সন্ধ্যা ৭ টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন বিনালি ইলদিরিম। রাত ৮ টায় হেটেল সোনারগাঁওয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিবেন তিনি।

সফরের শেষ দিন বুধবার (২০ ডিসেম্বর) চলমান রোহিঙ্গা সংকট দেখতে কুতুপালং ক্যাম্প পরিদর্শন করবেন। এবং সেখান থেকেই বিশেষ বিমানে করে বাংলাদেশ ত্যাগ করবেন ঢাকা সফররত তুরস্কের প্রধানমন্ত্রী।

ধারণা করা হচ্ছে, তুরস্কের প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশের সাথে তুরস্কের ভ্রাতৃত্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সর্ম্পক বৃদ্ধি পাবে। সফরে রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু গুরুত্ব পাবে। শরনার্থী শিবিরে গিয়ে আরাকানের মজলুম রোহিঙ্গাদের খোঁজখবর নিবেন। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য তুরস্কের ত্রাণ কার্যক্রমও প্রত্যক্ষ করবেন।

চলতি বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমারের সরকারি সেনা ও স্থানীয় বৌদ্ধ উগ্রপন্থীরা আরাকানের মুসলিমদের উপর জঘন্য হত্যাকান্ডে লিপ্ত হয়। ফলে আরাকান রাজ্যে সহিসংতা ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ৮ লাখ ছাব্বিশ হাজার রোহিঙ্গা বাংলাদেশের সীমান্ত এলাকা কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়