শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৭, ১২:৫৩ দুপুর
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৭, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিয়াজ হত্যা মামলায় চবি’র সহকারী প্রক্টর কারাগারে

মো. শহিদুল ইসলাম,চট্টগ্রাম : কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক দিয়াজ ইরফান হত্যা মামলায় চবি’র শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে কারগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

উচ্চ আদালতের ৬ সপ্তাহ জামিনের শেষ সোমবার আদালতে আত্মসমর্পণ করে ফের জামিনের আবেদন করেন চবি’র শিক্ষক আনোয়ার। শুনানি শেষে মহানগর হাকিম মুন্সি মশিয়া রহমান জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে সাবেক সহকারী প্রক্টরের জামিন বাতিলের পর পরই আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন মামলার আরেক আসামি চবি’র শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপু ও নগর যুবলীগ নেতা সাইফুল আলম লিমনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা।

অন্যদিকে এর প্রতিবাদে হাটহাজারী ও চবি সড়কের মহাসড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ মিছিল করে চবি ছাত্রলীগের একাংশ। এসময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, চবি’র শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী আদালতে জামিন আবেদন করেন। এসময় শুনানি শেষে আদালত জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে সেখানে উপস্থিত কিছু ছেলে শ্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করেন।

তবে আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা মিছিলকারীদের সেখান থেকে সরিয়ে দেন। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে তিনি জানান।

এর আগে রোববার বিকেলে দিয়াজের তৃতীয় ময়নাতদন্তের আবেদনের প্রস্তুতির পাশাপাশি মামলার আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপুসহ কয়েকজন আসামিকে গ্রেফতারনা করার জন্য সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছিলেন ছাত্রলীগের একাংশ।

উল্লেখ্য, বছরের ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর সড়কের আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে দিয়াজের লাশ উদ্ধার করা হয়। তাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে আসছিলেন।

আসামিদের গ্রেফতার দাবিতে কিছু দিন আগে দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী অমরণ অনশনসহ বিভিন্ন ভাবে আন্দোলন চালিয়ে আসছিলেন।

মামলায় সহকারী প্রক্টর আনোয়ার হোসেন ও ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুসহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা জাহেদা আমিন চৌধুরী।

এর পরিপ্রেক্ষিতে চলতি বছর ৭ আগস্ট ১০ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মুন্সি মশিউর রহমান এক নির্দেশ দেন। একই সঙ্গে তাদের পাসপোর্ট জব্দেরও নির্দেশ দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়